promotional_ad

তানজিমের দুই উইকেটে জয়ে শুরু গায়ানার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গ্লোবাল সুপার লিগে শুরুটা দারুণ হলো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ছয় উইকেটে হারিয়েছে দলটি। এ দিন ২০ রান খরচায় দুই উইকেট নেন গায়ানার বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব।


তানজিমের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে জ্বলে ওঠেন ডুয়ান প্রিটোরিয়াস এবং হাসান খান। ২১ রান খরচায় চার উইকেট নেন প্রিটোরিয়াস। ৩১ রান খরচায় দুই উইকেট নেন হাসান খান। তাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় লাহোর।



promotional_ad

লাহোরের ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেন তানজিম। প্রথম বলেই চার হজম করেন তিনি। তবে সেই ওভারের চতুর্থ বলে তানজিম পান উইকেটের দেখা। দারুণ এক ডেলিভারিতে মির্জা বাইগকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। সেই ওভারে তিনি দেন মাত্র চার রান।


পরের ওভারের শুরুটা আবারও খারাপ হয় তানজিমের। তাকে টানা দুই বাউন্ডারি হাঁকান অ্যাডাম রসিংটন। যদিও পরের চার বলে তিনি কোনো রান দেননি। ইনিংসের ১২তম ওভারে আবারও আক্রমণে আসেন তানজিম।


এই ওভারে মাত্র ছয় রান হজম করেন তিনি। এর পর শেষ ওভারে মাত্র দুটি বল করার সুযোগ হয় তানজিমের। তার প্রথম বলে দুই রান নেয়ার পর দ্বিতীয় বলেই রস্টন চেজকে ক্যাচ দিয়ে ফেরেন সালমান মির্জা।



লাহোরের হয়ে ৪৫ বলে ৪৮ রান করেন টম অ্যাবেল। ১৯ বলে ২৫ রান আসে রসিংটনের ব্যাটে। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারেই খেলা শেষ করে গায়ানা। ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন দলটির উইকেটরক্ষক ব্যাটার শাই হোপ।


এ ছাড়া কিমো পল ১৩ বলে অপরাজিত ২৭, মঈন আলী ১৯ বলে ১৭, চেজ ৯ বলে ১৫ রান করেন। লাহোরের হয়ে দুটি করে উইকেট নেন সালমান এবং আসিফ আফ্রিদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball