promotional_ad

সুমনের ম্যাচে আলো ছড়ালেন এনামুলও, দেড়দিনে জিতল ঢাকা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে পরপর দুইবার রাজশাহী বিভাগকে ব্যাটিংয়ে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা বিভাগ। দিনের খেলা বাকি থাকতে ইনিংস এবং ১১ রানের জয় পেয়েছে ঢাকা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ইনিংসে সুমন খানের তোপে মাত্র ৪২ রানে অলআউট হয় রাজশাহী। ব্যাটিংয়ে ১৮১ রানে অলআউট হওয়ার পর রাজশাহীকে দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে অলআউট করে ঢাকা।


১৩৯ রানে পিছিয়ে থাকলেও ম্যাচটি রাজশাহী হেরেছে মূলত এনামুল হকের অসাধারণ বোলিংয়ে। এ দিন ৫ উইকেট নিয়েছেন ঢাকার এই বোলার। ইনিংস ব্যবধানে জয় পাওয়ায় বোনাসসহ ৯ পয়েন্ট পেয়েছে ঢাকা।



promotional_ad

এক উইকেটে ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল রাজশাহী। এনামুলের দারুণ বোলিংয়ের সামনে একপ্রান্ত কিছুক্ষণ আগলে রেখেছিলেন তানজিদ হাসান। ছয়টি চারে ৫২ বলে ৩৮ রান করে এই ওপেনার।


যদিও তিন বলের মধ্যে তানজিদ ও মিজানুর রহমানকে আউট করে ম্যাচটা একপেশে করে দেন এনামুল। মেহেরব শেষদিকে চেষ্টা করেও লাভ হয়নি। ৩৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। রিপন মন্ডল নেন ৩টি উইকেট।


জাতীয় লিগের ছয়টি ম্যাচে দুটি জয় এবং চারটি ৪ ড্র করেছে ঢাকা। এবারের জাতীয় দলে দুই নম্বরে উঠে এসেছে দলটি। ছয় রাউন্ড শেষে একটি ম্যাচ জিতেছে রাজশাহী। সঙ্গে একটি ড্র ও চারটি পরাজয় থাকায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম অবস্থানে আছে রাজশাহী।



প্রত্যাশিতভাবেই ম্যাচসেরার পুরষ্কার জিতে নেন প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ মাত্র ১৮ রানে ৭ উইকেট নেয়া সুমন। আগের দিন তার নৈপুণ্যেই নাকানি চুবানি খেয়েছিল রাজশাহী।


আজ ঝলক দেখিয়েছেন এনামুল। তার পাঁচটি উইকেট এসেছে মাত্র ৫৪ রান খরচায়। চলতি লিগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেয়েছেন তিনি। এবারের লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন তিনি। সবগুলো ম্যাচ খেলে ৩২ উইকেট নিয়েছেন এই পেসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball