promotional_ad

ভারতের রানের চাপে পিষ্ট অস্ট্রেলিয়া

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওপেনার ইয়াশভি জায়সওয়াল ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। জবাবে খেলতে নেমে রীতিমতো কাঁপছে অস্ট্রেলিয়া। তারা ৪.২ ওভারে ১২ রান তুলতেই হারিয়েছে ফেলেছে ৩ উইকেট। পার্থ টেস্টের বাকি আরও দুইদিন। 


৭টি উইকেট তুলে নিতে পারলেই জয় তুলে নেবে ভারত। অস্ট্রেলিয়া এখনও পিছিয়ে আছে ৫২২ রানে। উসমান খাওয়াজা ৩ রান করে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।



promotional_ad

ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছে। প্রথম ইনিংসে তারা এগিয়েছিল মাত্র ৪৬ রানে। পার্থে বিনা উইকেটে ১৭২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। ৯০ রানে অপরাজিত থেকে আগেই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন জায়সাওয়াল।


তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নিতে আর কোনো ভুল করেননি জায়সাওয়াল। সেঞ্চুরির পর দেড়শ তুলে নিয়েছেন ভারতীয় এই তরুণ ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি থেমেছে ১৬১ রানে। ২৯৭ বল মোকাবিলায় ১৫ চারের সঙ্গে ৩ ছক্কা হাঁকান তিনি। 


উদ্বোধনী জুটিতে ভারতের হয়ে জায়সাওয়াল ও রাহুল যোগ করেন ২০১ রান। রাহুল আউট হয়েছেন ১৭৬ বলে ৫ চারে ৭৭ রান করে। আর তাতেই ভারতের ওপেনিং জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে দেবদূত পাডিকালকে নিয়ে আরও ৭৪ রান যোগ করেন জায়সাওয়াল।



এরপর আউট হওয়ার আগে বিরাট কোহলিকে নিয়ে ৩৮ রান যোগ করেন ভারতীয় এই ওপেনার। দ্রুত ঋষভ পান্ত ও ধ্রুব জুরেলের উইকেট হারায় ভারত। তবে একপ্রান্ত আগলে রেখে কোহলি টেস্টে তুলে নেন নিজের ৩০তম সেঞ্চুরি। তিনি অপরাজিত থাকেন ঠিক ১০০ রানে। 


১৪৩ বলের ইনিংসে কোহলি মারেন ৮ চার ও ২ ছক্কা। এ নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকে সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। এর মধ্যে দিয়ে শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন ভারতীয় এই ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে টেন্ডুলকারের সেঞ্চুরি ছিল ৬টি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball