promotional_ad

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করল বিসিবি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শৃঙ্খলা ভঙ্গের জন্য ৮ ক্রিকেটার ও একজন ক্লাব কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তাদের ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।


পাশাপাশি তাদের আর্থিক দণ্ডও দিয়েছে বিসিবি। তাদের অন্তত ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হচ্ছে। ঘটনাটি গত সোমবারের ঢাকা থার্ড ডিভিশন ক্রিকেট লিগের। পিকেএসএফ ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে মাঠেই বিবাদে জড়িয়ে পড়েন তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা।



promotional_ad

এরপরই এই ঘটনার তদন্তে নামে বিসিবি। তদন্তের পর প্রত্যক্ষ প্রমাণ পর্যালোচনা করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ৮জন ক্রিকেটার ও একজন ক্লাব কর্মকর্তার দোষ খুঁজে পায়। এরপর তাদের বিরুদ্ধে এই শাস্তি আরোপ করা হয়েছে।


বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, 'ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। এটিকে তাই ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।'


সাজা পাওয়া ক্রিকেটাররা হলেন তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়।



শাস্তি পেয়েছেন তেজগাঁওয়ের কর্মকর্তা রবিন। তাদের বিরুদ্ধে বিসিবির আচরণবিধির ২.১৯ ধারা অনুযায়ী, লেভেল-৪ ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। যদিও লেভেল-৪ এর শৃঙ্খলা ভঙ্গের সর্বোচ্চ শাস্তি আজীবন নিষেধাজ্ঞা। সেই তুলনায় তাদের লঘু দন্ডই দেয়া হয়েছে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball