promotional_ad

৪ পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে ওয়েস্ট ইন্ডিজ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার একদিন আগেই অ্যান্টিগা টেস্টের একাদশ ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের বিপক্ষে শক্তিশালী পেস বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা।


তাদের একাদশে রয়েছেন চারজন বিশেষজ্ঞ পেসার। এর মধ্যে অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে আছেন আলজারি জোসেফ, শামার জোসেফ ও জেইডেন সিলস। এ ছাড়া দলের প্রয়োজনে মিডিয়াম পেস বোলিং করে সহযোগিতা করতে পারেন জাস্টিন গ্রেভসও।



promotional_ad

এই ম্যাচে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই মাঠে নামছে ক্যারিবীয়রা। দলের প্রয়োজনে স্পিন বোলিং আক্রমণে আসতে পারেন কেভাম হজ। এ ছাড়া অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটও দলের প্রয়োজনে অফ স্পিন বোলিং করতে পারবেন।


অ্যান্টিগার উইকেট বরাবরই পেস বান্ধব। সেখানে স্পিনারদের কোনো সুবিধাই নেই বলা চলে। সেক্ষেত্রে বাংলাদেশও শক্তিশালী পেস আক্রমণ নিয়ে মাঠে নামলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এই ম্যাচে নেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


ফলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্ব করতে হচ্ছে। দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তিনিই থাকছেন সেটা নিশ্চিত। অ্যান্টিগার নর্থ সাউন্ডে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। জেসন হোল্ডার চোটে থাকায় এই সিরিজে নাই। এর বাইরে টেস্টে নিয়মিত সেরা পছন্দের ক্রিকেটারদেরই পাচ্ছে ক্যারিবিয়ানরা।



ওয়েস্ট ইন্ডিজ একাদশ:


ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), আলিক আথানজে, কেসি কার্টি, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রেভস, কেভাম হজ, মিকাইল লুইস, আলজেরি জোসেফ, কেমার রোচ, শামার জোসেফ ও জেইডেন সিলস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball