promotional_ad

সাকিবের বোলিং ঝলকের পরও বাংলা টাইগার্সের হার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হযরতউল্লাহ জাজাই দ্রুত রান তুলতে না পারলেও মরিসভেলি স্যাম্প আর্মির বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন দাসুন শানাকা। লঙ্কান ব্যাটারের ২৭ বলে অপরাজিত ৬২ রানের ইনিংসে ১০৬ রানের পুঁজি পায় বাংলা টাইগার্সে। ব্যাটিংয়ে সুযোগ না পাওয়া সাকিব আল হাসান ঝলক দেখিয়েছেন বোলিংয়ে। ২ ওভারে ১৫ রান খরচায় বাঁহাতি স্পিনার ফিরিয়েছেন ফাফ ডু প্লেসি ও রোহান মুস্তাফাকে। সাকিবের এমন বোলিংয়ের পরও নিজেদের প্রথম ম্যাচে স্যাম আর্মির বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলা টাইগার্স।


আবু ধাবিতে জয়ের জন্য ১০৭ রান তাড়ায় প্রথম ওভারেই উইকেট হারায় মরিসভিলে স্যাম্প আর্মি। প্রথম ওভারের শেষ বলে জশুয়া লিটলের অফ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে থার্ডম্যানে দাঁড়িয়ে থাকা শানাকার হাতে ক্যাচ দিয়েছেন শারজিল খান। বাঁহাতি ব্যাটার ফিরেছেন রানের খাতা খোলার আগেই। শারজিলের উইকেট হারালেও একপ্রান্তে দাঁড়িয়ে দ্রুত রান তুলতে থাকেন ডু প্লেসি।


নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই সাউথ আফ্রিকার সাবেক ব্যাটারকে থামান সাকিব। বাঁহাতি স্পিনারের ফুল ডেলিভারিতে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে দাঁড়িয়ে থাকা লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়েছেন। ডু প্লেসি ফিরেছেন ১৪ বলে ২৯ রানের ইনিংস খেলে। বাংলা টাইগার্সকে ব্রেক থ্রু এনে দেয়া সাকিব এক চারে প্রথম ওভারে দিয়েছেন মাত্র ৭ রান। দ্বিতীয়বারের মতো বোলিংয়ে এসে প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন সাকিব।



promotional_ad

যদিও মোহাম্মদ শাহজাদের কারণে উইকেট পাওয়া হয়নি তার। বাঁহাতি স্পিনারের বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করেছিলেন রোহান মুস্তাফা। বেশ খানিকটা বেরিয়ে এলেও বল গ্লাভসবন্দী করার পরও স্টাম্পিং করতে পারেননি শাহজাদ। ফলে উইকেট পাওয়া হয়নি বাঁহাতি স্পিনারের। যদিও শেষ বলে এসে মুস্তাফাকে একইভাবে আউট করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।


বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলেছিলেন মুস্তাফা। তবে সাকিব চতুরতার সাথে ওয়াইড দেন সাকিব। বলের নাগাল না পাওয়ায় স্টাম্পিং হতে হয়েছে বাঁহাতি এই ব্যাটারকে। সব মিলিয়ে ২ ওভারে ১৫ রানে ২ উইকেট নিয়েছেন বাংলা টাইগার্সের অধিনায়ক। পরের ওভারে সাকিবের থ্রোতে রশিদের বলে রান আউট হয়েছেন আন্দ্রেস গুস। শেষ ওভারে স্যাম্প আর্মির জয় নিশ্চিত করেন ২৭ রান করা জ্যাক টেলর ও ১৫ রান করা করিম জানাত।


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলা টাইগার্সের। একটি করে ছক্কা ও চারে প্রথম দুই ওভারে মাত্র ১৭ রান তুলতে পারেন দুই ওপেনার জাজাই ও লুকমান ফয়সাল। তবে তাদের দুজনের জুটি ভাঙে তৃতীয় ওভারে। আমির হামজা হোতাকের বলে হযরত বিলালের হাতে ক্যাচ দিয়েছেন ৫ রান করা ফয়সাল। প্রথম উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন জাজাই ও শানাকা।


জুটি গড়লেও প্রত্যাশিত রান তুলতে পারছিলেন না তাদের দুজনের কেউই। প্রথম ৫ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান তোলে বাংলা টাইগার্স। দলের রান পঞ্চাশ ছুঁয়েছে ৭.২ ওভারে। করিম জানাতের বলে ডিপ মিড উইকেট দিয়ে চার মেরে পঞ্চাশ পূর্ণ করেন শানাকা। এরপরই মরিসভিলে স্যাম্প আর্মির বোলারদের উপর তাণ্ডব চালাতে থাকেন লঙ্কান এই ব্যাটার। জানাতের সেই ওভার থেকে এসেছে ১৩ রান। পরের ওভারে ইসুরু উদানাকে দুই ছক্কা মেরেছেন শানাকা।



ইনিংসের শেষ ওভারে রোহান মুস্তাফাকে তুলোধুনো করেছেন লঙ্কান এই ব্যাটার। চারটি ছক্কা ও একটি চারে সেই ওভার থেকে আসে ৩১ রান। তাতে ১০ ওভারে ১০৬ রানের পুঁজি পায় বাংলা টাইগার্স। এমন ব্যাটিংয়ে ২৫ বলে হাফ সেঞ্চুরিও পেয়েছেন শানাকা। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ২৭ বলে ৬২ রানের ইনিংস খেলে। তাকে সঙ্গ দেয়া জাজাইয়ের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৩৫ রান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball