promotional_ad

ফখরকে ফেরানোর ইঙ্গিত আকিব জাভেদের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছিল ফখর জামানকে। এরপর তাকে ছাড়াই অস্ট্রেলিয়া সফর করেছে পাকিস্তান দল। এমনকি জিম্বাবুয়ে সফরেও তাকে ডাকা হয়নি। অনেকেই মনে করছেন এতে করে ফখরের পাকিস্তান অধ্যায় শেষ হয়ে গেছে।


সম্প্রতি পাকিস্তান দলের সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আকিব জাভেদ। তিনি মনে করেন পাকিস্তানের হয়ে ক্যারিয়ার শেষ হয়ে যায়নি ফখরের। এমনকি পাকিস্তান দলের সঙ্গেও এই ক্রিকেটারের যোগাযোগ চলমান আছে বলে জানালেন তিনি।



promotional_ad

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকিব বলেন, ‘ফখর জামান একজন ম্যাচ জেতানো খেলোয়াড়। সে অনেক বছর ধরে পাকিস্তানের হয়ে পারফর্ম করছে। এই মুহূর্তে ফিটনেস–জাতীয় কিছু সমস্যায় ভুগছে। তবে ফিটনেস ফিরে পেলেই নির্বাচক কমিটি তাকে দলে নেওয়ার ব্যাপারটি পুনর্বিবেচনা করে দেখবে।’


আকিবের সঙ্গে ফখরের সম্পর্কটা বেশ পুরোনো। লম্বা সময় ধরে লাহোর কালান্দার্সে খেলছেন পাকিস্তানি এই ব্যাটার। সেই দুলটির পরিচালক ও পেস বোলিং পরামর্শকের দায়িত্ব পালন করেছেন আকিব। এবার পরিচিত এই কোচ জাতীয় দলে ফেরায় ফখরের জাতীয় দলে ফেরার সম্ভাবনার পালেও নতুন হাওয়া যোগ হয়েছে।


তিনি আশাবাদী দ্রুতই নিজের ফিটনেস ফিরে পাবেন পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা এই ব্যাটার। সেই সম্ভাবনা নিয়ে আকিব বলেন, ‘ফখরের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। ফিট হলেই তাকে আমরা আবার (পাকিস্তানের হয়ে) খেলতে দেখব।’



পাকিস্তান দল থেকে ফখরের বাদ পড়াকে ফিটনেসকেই বড় কারণ হিসেবে ধরা হচ্ছে। গত মাসে পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ দেয়া হয়েছে। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছিলেন ফখর। এরপর পিসিবি তাকে শোকজ নোটিশও পাঠায়।


নোটিশের জবাবে সন্তুষ্ট হতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ কারণেই তাকে চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়েছে। অবশ্য সম্প্রতি ব্যাট হাতে ভালোই করছিলেন ফখর। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball