কোহলিকে বুঝানোর কিছু নেই: বুমরাহ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বলা হয়ে থাকে বিরাট কোহলিকে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন না ডানহাতি এই ব্যাটার। সবশেষ বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে নিজেকে হারিয়ে খুঁজেছেন তিনি। এমনকি পুরো বছর জুড়েই সেভাবে পারফর্ম করতে পারেননি কোহলি। চলতি বছরে আন্তর্জািতিক ক্রিকেটে ২৫ ইনিংসে ৪৮৮ রান করলেও কোন সেঞ্চুরির দেখা নেই। সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলা কোহলি হাফ সেঞ্চুরি পেয়েছেন দুটি।


শুধু চলতি বছরই না সবশেষ চার বছরেই প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি কোহলি। ১১৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২৯টি সেঞ্চুরি করেছেন তিনি। যেখানে সবশেষ চার বছরে ৬০ ইনিংসে ডানহাতি ব্যাটারের সংখ্যা মাত্র দুটি। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই আলোচনায় কোহলির ফর্ম। অস্ট্রেলিয়ার সাবেক কিংবা বর্তমান ক্রিকেটাররা অবশ্য কোহলির ফর্ম নেই এমন ফাঁদে পড়তে চান না। বরং অস্ট্রেলিয়ার মাটিতে ভয়ঙ্কর ব্যাটারকে সতর্ক থাকছে অস্ট্রেলিয়া।


promotional_ad

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের ৬ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। চারটি ইনিংসে ডানহাতি ব্যাটার আউট হয়েছিলেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। এমন ফর্মের পরও কোহলিকে বুঝানোর কিছু নেই বলে মনে করেন জসপ্রিত বুমরাহ। ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক এ প্রসঙ্গে বলেন, ‘কোহলিকে আমার বুঝানোর কিছু নেই। তাঁর অধীনে আমার অভিষেক হয়েছিল। একটা সিরিজ ভালো কিংবা খারাপ যেতেই পারে কিন্তু সে এখনও আত্মবিশ্বাসী।’


সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম কিংবা দ্বিতীয় টেস্টের যেকোন একটি মিস করতে পারেন রোহিত শর্মা! এমনটা জানা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত দ্বিতীয়বারের মতো বাবা হওয়া ভারতের অধিনায়ক খেলতে পারছেন না প্রথম টেস্টে। রোহিত না থাকায় পার্থে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরাহ। ২০২২ সালেও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তিনি।


সেবারও রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্বের ভার এসে পড়েছিল তাঁর কাঁধে। অজিদের বিপক্ষে অধিনায়কত্ব নিয়ে বুমরাহ বলেন, ‘আমি যখন এসেছিলাম তখন কোচ এবং ম্যানেজমেন্ট আমাকে সেই নিশ্চয়তা দিয়েছে যে আমি দলকে নেতৃত্ব দিতে যাচ্ছি। সেই দায়িত্ব (অধিনায়কত্ব) পালনের জন্য মুখিয়ে আছি। আগেই আমি এটা করেছি এবং সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি।’


বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ জিতলেও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত ফল পায়নি ভারত। দেশের মাঠে তিন বা এর বেশি ম্যাচের টেস্ট সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশ হয়েছেন রোহিত-কোহলিরা। এমন পারফরম্যান্সের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভালো করার বিকল্প নেই তাদের সামনে। যদিও নিউজিল্যান্ড সিরিজের পুরনো স্মৃতি বয়ে বেড়াতে চান না বুমরাহ।


ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘ক্রিকেটের সৌন্দর্য্য হচ্ছে আপনি জিতুন কিংবা হারুন, আপনি আবার শূন্য থেকে শুরু করতে পারবেন। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে কিন্তু আমরা পেছনের কথা মনে রাখতে চাই না। ওইখানের কন্ডিশন ভিন্ন ছিল এবং এখানকার কন্ডিশনও ভিন্ন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball