promotional_ad

পার্থ টেস্টের আগে হেডের আগ্রাসী অনুশীলন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একের পর এক বড় বড় শট। কখনো ব্যাকফুটের উপর ভর করে, কিংবা কখনো ডাউন দ্য উইকেটে এসে। কখনো খেলছেন পুল শট, কখনো'বা হাকাচ্ছেন কাভার ড্রাইভ। পার্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড লাল বলের অনুশীলন সেরেছেন আগ্রাসী সব শটের পসরা সাজিয়ে।


আগামী পরশু অর্থাৎ, ২২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফি। টেস্ট ফরম্যাটের খেলা হলেও হেডের অনুশীলন সেরেছেন রীতিমতো টি-টোয়েন্টি মেজাজে।



promotional_ad

সাদা জার্সিতে মাঠে নামলেও, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচ সব সময়ই হয়ে থাকে উত্তেজনাপূর্ণ। যা কোনো অংশেই টি-টোয়েন্টির থেকে কম নয়। এর ওপর এবার এখানে যোগ হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে কোন দল খেলবে- সেই হিসেব।


ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সাথে হোয়াইটওয়াশ হয়ে ইতোমধ্যেই কিছুটা পিছিয়ে আছে ভারত। তার ওপর প্রথম ম্যাচে তারা পাচ্ছে না অধিনায়ক রোহিত শর্মাকে। তার বদলে দলের নেতৃত্ব দেবেন পেসার জসপ্রিত বুমরাহ।


টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলতে হলে এই সিরিজ দাপটের সঙ্গেই জিততে হবে ভারতকে। তবে অজিরা যে ছেড়ে কথা বলবেনা, সেটা হেডের অনুশীলনেই যেন ফুটে ওঠে। অনুশীলন শেষে অজি মিডিয়াকে সাক্ষাতকার দেন হেড।



পার্থের উইকেট নিয়ে তিনি বলেন, 'আমি এই মাঠে ব্যাটিংটা উপভোগ করি। কিন্তু এই উইকেটের এমন কিছু অংশ যা ভয়ঙ্কর হতে পারে। সবাই এটা নিয়ে কথা বলেছে। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দিনে উইকেট কোথায় যায়, সেটির উপর নির্ভর করবে খেলা। উইকেট অনেক চ্যালেঞ্জিং হতে পারে।'


পাশাপাশি ভারতীয় পেসার বুমরাহর প্রশংসা করে তিনি বলেন, 'বুমরাহ যেভাবে বোলিং করে, তা বিচিত্রই। দেখে মনে হবে, ওর হাত যেন চারিদিকে ঘুরছে। নিশ্চিত ভাবেই তার একশন বাকি সবার থেকে আলাদা। ওকে বুঝতে গেলে ক্রিজে ধাতস্থ হতে হয়। আমি ওর বিরুদ্ধে অনেক খেলেছি। আমার এখনও বেশ কিছু বল লাগে ছন্দ ফিরে পেতে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball