promotional_ad

বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টিম রবিনসনকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। তবে উইল ইয়াং ও হেনরি নিকোলসের ব্যাটে ধাক্কা সামলে প্রতিরোধও গড়ে সফরকারীরা। তাদের দুজনের ৮৮ রানের জুটিতে বড় পুঁজির পথে হাঁটলেও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। কয়েক দফায় বৃষ্টি থামলেও শেষ পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হয়নি। ফলে ২১ ওভার খেলা হওয়ার পর পরিত্যক্ত হয়েছে সিরিজের তৃতীয় ওয়ানডে।


পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। সিরিজ হারের পর তৃতীয় ওয়ানডেতে দুটি পরিবর্তন আনে তারা। টি-টোয়েন্টিতে আলো ছড়িয়ে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয়েছে জাকারে ফোল্কসের। একাদশে ফেরানো হয় অ্যাডাম মিলনেকে।



promotional_ad

ব্যাটিংয়ে নামা সফরকারীদের শুরুটা ভালো হয়। ইনিংসের প্রথম ওভারে দিলশান মাদুশঙ্কাকে দুটি চার মারেন রবিনসন। তৃতীয় ওভারে মাদুশঙ্কাকে টানা তিন চার মেরেছেন আরেক ওপেনার ইয়াং। তবে পরের ওভারে উইকেট হারাতে হয় নিউজিল্যান্ডকে।


মোহাম্মদ সিরাজের বলে লফটেড ড্রাইভ করেছিলেন রবিনসন। তবে মিড অফে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ লুফে নেন চারিথ আসালঙ্কা। পরবর্তীতে জুটি গড়ে তোলেন ইয়াং ও নিকোলস। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৫৯ রান তোলে সফরকারীরা। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরিও পেয়েছেন ইয়াং।


জেফ্রি ভ্যানডারসের বলে দুই রান নিয়ে ৬১ বলে পঞ্চাশ ছুঁয়েছেন কিউই এই ওপেনার। বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ার আগে ৬৮ বলে ৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ইয়াং। তাকে সঙ্গ দেয়া নিকোলস অপরাজিত ছিলেন ৪৬ রানে। প্রথম দুই ম্যাচ জিতে যাওয়ায় সিরিজ শ্রীলঙ্কার দখলে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball