promotional_ad

দিল্লিতে না থাকার কারণ টাকা নয়: পান্ত

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সুনীল গাভাস্কারের সমালোচনার জবাবে এবার মুখ খুললেন ঋষভ পান্ত। ভারতের সাবেক ক্রিকেটার জানিয়েছিলেন, টাকার জন্য দিল্লি ক্যাপিটালস ছেড়েছেন উইকেটরক্ষক। পান্ত স্পষ্ট জানিয়ে দিলেন, তার দিল্লি ছাড়ার কারণ টাকা নয়।


আসন্ন আইপিএল নিলামের আগে চার ক্রিকেটারকে ধরে রেখেছে দিল্লি। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস এবং অভিষেক পোরেলকে রেখে দিয়েছে তারা। মোট ৪৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ হয়েছে দিল্লির।



promotional_ad

দিল্লির হাতে রয়েছে ৭৬ কোটি ২৫ কোটি টাকা। আসন্ন মেগা নিলামে সেই টাকা নিয়েই নামবে দিল্লি। দিল্লি পান্তকে আরটিএম কার্ডের মাধ্যমে দলে ভেড়ায় কিনা এই প্রশ্ন করা হয়েছিল গাভাস্কারকে।


জবাবে তিনি বলেন, 'হয়তো টাকার পরিমাণ নিয়ে দুই পক্ষ একমত হতে পারেনি। তবে আমার মনে হয় দিল্লি চাইবে পান্তকে ফিরিয়ে নিতে। কারণ ওদের অধিনায়ক প্রয়োজন। পান্তকে না পেলে অধিনায়ক খুঁজতে হবে দিল্লিকে। তাই পান্তকে নেওয়ার চেষ্টা দিল্লি অবশ্যই করবে।'


জবাবে বেশ কিছুদিন পর মুখ খুলে পান্ত বলেন, 'আমাকে দলে না রাখার কারণ টাকা নয়, এটা আমি খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই।'



২০১৬ সালের আইপিএলে দিল্লির হয়ে অভিষেক হয় পান্তের। এরপর থেকেই এই দলে খেলতেন এই উইকেটরক্ষক। দলটির হয়ে ১১১ ম্যাচে ৩৫.৩১ গড় এবং ১৪৮.৯৩ স্ট্রাইক রেটে তিন হাজার ২৮৪ রান করেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball