মামুনের হাফ সেঞ্চুরি, তানবির-আরিফুলের ব্যাটে রংপুরের লিডের স্বপ্ন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৬৬ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল বরিশাল বিভাগ। সেখান থেকে আর মাত্র ৭০ রান যোগ করে দ্বিতীয় দিনে নিজেদের শেষ ৩ উইকেট হারিয়েছে বরিশাল।
প্রথম ইনিংসে তারা সংগ্রহ করেছে ৩৩৬ রান। জবাব দিতে নেমে ভালো ব্যাটিং করেই দিনের খেলা শেষ করেছে রংপুর। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২১৮ রান।
দলটির হয়ে তানবির হায়দার ১১ ও আরিফুল হক অপরাজিত আছেন ২৮ রান করে। এদিন কোনো রান না করেই অপরাজিত থাকা মঈন খান আউট হয়েছেন ২০ রান করে। আর রুয়েল মিয়া ফেরেন ২ রান করে।

অবশ্য একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন তানভির ইসলাম। আর ৫৭ বলে খেলা ৫৫ রানের ইনিংসের সুবাদেই তিনশ পাড় করেছে বরিশাল বিভাগ। শেষ পর্যন্ত কোনো রান না করেই অপরাজিত ছিলেন মহিউদ্দিন তারেক।
রংপুর বিভাগের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন আব্দুল্লাহ আল মামুন, আরিফুল হক ও আবু হাসিম। আর একটি করে উইকেট গেছে মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফফার ও তানবিরের ঝুলিতে।
জবাব দিতে নেমে দলীয় ২১ রানের রংপুর হারায় ওপেনার মীম মোসাদ্দেকের উইকেট। এরপর দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ আল মামুন। রিজওয়ান ফিরেছেন মাত্র ২৩ রান করে।
এরপর অভিজ্ঞ ব্যাটার নাঈম ইসলামকে নিয়ে আরেকটি জুটি গড়েন মামুন। এই জুটি থেকে আসে ৯০ রান। মামুন ১৩৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে ফিরলে এই জুটি ভাঙে।
নাঈম হাফ সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফিরেছেন ৪০ রান করে। এরপর আকবর আলী ২১ রান করে আউট হয়েছেন। বাকি সময়টা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন তানবির ও আরিফুল।