promotional_ad

‘হাইব্রিড মডেল’ না মানলে পাকিস্তান থেকেই সরে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

৮ ঘন্টা আগে
আইসিসি

‘হাইব্রিড’ মডেলেই হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি! সংবাদ সংস্থা পিটিআইয়ের এমন খবর প্রকাশের পর মহসিন নাকভি ভারতকে খানিকটা হুমকিই দিয়েছিলেন। হাইব্রিড মডেল মেনে নিতে ইতোমধ্যেই অস্বীকৃতি জানান তিনি। এরপর ভারতের পক্ষ থেকে জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে রাজি নয় তারা। এবার নতুন সংবাদ, হাইব্রিড মডেল না মানলে পাকিস্তান থেকে সাউথ আফ্রিকায় সরানো হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।


দ্বিপাক্ষিক সিরিজ না হলেও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ভারতের মাটিতে খেলে এসেছে পাকিস্তান। তবে লম্বা সময় ধরেই পাকিস্তানের মাটিতে খেলার সুযোগ মিলছে না ভারতের। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির কল্যাণে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানে খেলার সুযোগ তৈরি হলেও তা নিয়ে চলছে টালবাহানা। মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন আইসিসির টুর্নামেন্ট খেলতে ভারত কি পাকিস্তানে যাবে?


চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ঘনিয়ে আসায় ভারতের অংশগ্রহণের ব্যাপারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে লিখিত উত্তর চেয়েছে পিসিবি। ক্রিকইনফো জানিয়েছে, পিসিবির চাওয়া অনুযায়ী লিখিত উত্তর দিয়েছে ভারত। যেখানে আইসিসির পাশাপাশি পাকিস্তানকেও সাফ জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাবর আজমদের দেশে যাবেন না বিরাট কোহলিরা।



promotional_ad

মূলত ভারত সরকারের অনুমতি না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিসিআইকে।। সেক্ষেত্রে হাইব্রিড মডেল চেয়েছিল ভারত। এমনটা হলে সবশেষ এশিয়া কাপের মতো এবারও ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে। যেখানে ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে শারজাহ ও দুবাইকে। যেখানে নাকভি সাফ জানিয়ে দিয়েছে তারা হাইব্রিড মডেলের পক্ষে নয়।


আরো পড়ুন

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানোয় আইসিসির কাছে ব্যাখ্যা চায় পাকিস্তান

১৭ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় ভারতের জাতীয় সংগীত ছাড়ে আইসিসি, ফাইল ফটো

লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান অনেক সৌজন্য দেখিয়েছে। তবে যাই হোক, আমরা তো সব সময় সৌজন্য দেখাব না।’


ভারতের গণমাধ্যম টেলিগ্রাফইন্ডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী, পিসিবিকে হাইব্রিড মডেল মেনে নিতে একপ্রকার চাপই দিচ্ছে আইসিসি। আর হাইব্রিড মডেল না মানলে সাউথ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেয়ার কথা বলছে তারা।


এমন যখন অবস্থা তখন চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি দেখতে ১০ নভেম্বর পাকিস্তান সফর করবে আইসিসির একটি প্রতিনিধি দল। ধারণা করা হচ্ছে, ১১ নভেম্বর প্রকাশিত হতে পারে টুর্নামেন্টের সূচি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ৮ দলের টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি।



৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ফাইনাল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। যেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গী ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball