promotional_ad

শর্ট-ম্যাকগার্ককে ওপেনিংয়ে রেখে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডের সিরিজ শুরু হচ্ছে সোমবার। আগের দিনই নিজেদের একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা। সেখানে ওপেনার হিসেবে রাখা হয়েছে ম্যাথু শর্ট ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে।


পাকিস্তানের বিপক্ষে শুরুর দিকে আক্রমণাত্মক ব্যাটিং করতেই বেছে নেয়া হয়েছে এই জুটিকে। গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অজিরা। সেই সময় ওয়ানডে দলে ওপেনিং করেছেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড।



promotional_ad

এর মধ্যে ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আর হেড পিতৃত্বকালীন ছুটির কারণে দলের বাইরে। এ কারণেই মূলত দুই তরুণের ওপর ভরসা রাখতে চলেছে অজিরা। এর আগে পাঁচটি ওয়ানডে অজিরা পাঁচটি ভিন্ন জুটি দিয়ে ওপেনিং করিয়েছে।


এই ম্যাচের আগে শর্ট ও ম্যাকগার্কের প্রতি প্রত্যাশার কথা খোলাসা করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি আশাবাদী এই দুজনে সুযোগ কাজে লাগাবেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, '(আগ্রাসী ব্যাটিং) চালিয়ে যাও। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে দুইজনকেই বোলিং করা বেশ ভয়ঙ্কর কাজ…তাদের কাছে আমার চাওয়া, এই সুযোগকে যেন ভালোভাবে কাজে লাগায় তারা।'


প্রথম দুই ওয়ানডেতে খেলবেন কামিন্স। তবে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দলের সঙ্গে পার্থে যাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রাখছেন অজি দলপতি। সামনেই ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি নিতেই শেষ ম্যাচে বিরতি নিতে পারেন এই অজি পেসার।



এদিকে প্রথম ওয়ানডে দিয়ে অজি দলে একাদশে ফিরছেন শন অ্যাবোট। দ্বিতীয় ওয়ানডের আগে দলে যোগ দেয়ার কথা রয়েছে জশ হ্যাজেলউড ও কুপার কোনোলির। অস্ট্রেলিয়া দলের বাকি যারা রয়েছে তাদের প্রায় সবাই নিয়মিত ক্রিকেটার।


প্রথম ওয়ানডের অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু শর্ট, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্টিভেন স্মিথ, জশ ইংলিস (উইকেট কিপার), মার্নাস ল্যাবুশেন, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবোট, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball