অপু-শুভাগতর দারুণ বোলিংয়ের পর, ঢাকার দারুণ শুরু
.jpg)
ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ভেজা মাঠের কারণে আগেরদিন মাঠেই নামতে পারেনি ঢাকা বিভাগ ও রংপুর বিভাগ। দ্বিতীয় দিন নেমেই ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে রংপুর। যদিও সেই তোপ সামলে নিজেদের প্রথম ইনিংসে ২৫৩ রান তুলে অল আউট হয়েছে তারা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই শুরু পেয়েছে ঢাকা বিভাগ।
তারা ১ উইকেটে ৭০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দলটি। আশিকুর রহমান ৪৫ রান করে অপরাজিত থাকলেও ৭ রান করে ফিরে গেছেন আরেক ওপেনার রনি তালুকদার। আর ১৮ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন জয়রাজ শেখ। রংপুরের চেয়ে তারা এখনও পিছিয়ে আছে ১৮৩ রানে।

এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে রংপুর বিভাগ। ওপেনিং জুটিতেই দলটি তোলে ৭০ রান। এই জুটি ভাঙেন শুভাগত হোম। ৫১ বলে ৩৪ রান করা খালিদ হাসানকে লেগ বিফোর উইকেটে তুলে নেন তিনি।
এরপর দলীয় ১০১ রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় দলটি। দারুণ এক গুড লেংথের ডেলিভারিতে ৭ বলে ১৮ রান তোলা অনিক সরকারকে কট এন্ড বোল্ড করেন শুভাগত। আরেক ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে বিদায় করেন মাহফুজুর রাব্বি। থার্ড ম্যান অঞ্চলে ক্যাচটি লুফে নেন এনামুল হক।
এরপর নাঈম ইসলাম এবং আবদুল্লাহ আল মামুন মিলে দলের হাল ধরেন। এই দুজন মিলে দলের রানের খাতায় যোগ করেন আরও ৪৫ রান। এই জুটিও ভাঙে শুভাগতর দারুণ এক ঘূর্ণিতে। তার বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন ৮৯ বলে ২৭ রান করা নাঈম।
তারপর মামুনের সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন তানবির হায়দার। হাফ সেঞ্চুরির পর বেশীক্ষণ টিকতে পারেননি মামুন। ৮৮ বলে ৬৮ রান করে এনামুল হকের বলে ফিরে যান তিনি। এনামুলকে উড়িয়ে মারতে গিয়ে ফাইন লেগে সালাহউদ্দিন শাকিলের মুঠোয় ধরা পড়েন তিনি।
তানবির শেষ পর্যন্ত টিকে থাকলেও একপাশ থেকে নাজমুল হোসেন অপুর বলে নিয়মিতই উইকেট হারাতে থাকে রংপুর। শেষ পর্যন্ত ৭৪.৪ ওভারে ২৫৩ রানে অলআউট হয় দলটি। ফেরার আগে ৬২ বলে ৩৬ রানের ইনিংস খেলেন তানবির। ঢাকার হয়ে ৭৮ রান খরচায় চার উইকেট নেন অপু। ৫১ রান খরচায় তিনটি উইকেট নেন শুভাগত। ৪৬ রান খরচায় দুই উইকেট নেন এনামুল।