promotional_ad

নোমান-সাজিদের স্পিন জাদুতে পাকিস্তানের সিরিজ জয়

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মুলতানে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ২০ উইকেট নিয়ে পাকিস্তানে ১৫২ রানের অধরা জয় এনে দিয়েছিলেন নোমান আলী ও সাজিদ খান। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের দুই স্পিনার মিলে নিলেন ১৯ উইকেট। অর্থাৎ সবশেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের ৩৯ টিই নিয়েছেন তারা দুজন। নোমান ও সাজিদের স্পিন জাদুতে শেষ টেস্টে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৬ রান। এমন সহজ রান তাড়ায় করতে নেমে এক উইকেট হারানো পাকিস্তান জয় পেয়েছে ৯ উইকেটে। ২০২১ সালের পর এবারই প্রথম ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান।


মাঝে চার টেস্ট সিরিজের সবকটিতেই হেরেছেন শান মাসদুরা। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ২০১৫ সালের পর টেস্ট সিরিজ জিততে পারল তারা। অথচ মুলতানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচশর বেশি রান করেও ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল জেসন গিলেস্পির শিষ্যদের। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রথম টেস্টে হেরেও তিন টেস্টের সিরিজ জিতে নিয়েছে তারা। সবশেষ ১৯৯৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি গড়েছিল পাকিস্তান।



promotional_ad

রাওয়ালপিন্ডিতে ৩ উইকেটে ২৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন হ্যারি ব্রুক ও জো রুট। দিনের শুরুতে সাজিদের বিপক্ষে জীবন পেয়েছিলেন ব্রুক। জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি। তারা দুজনে মিলে আগের দিনের সঙ্গে ৪২ রান যোগ করতেই উইকেট হারায় ইংল্যান্ড। ব্রুককে ফিরিয়ে জুটি ভাঙেন নোমান। বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের একটু লাফিয়ে ওঠা লেংথ ডেলিভারিতে কাট করতে গিয়ে উইকেটের পেছনে থাকা মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়েছেন। ইংল্যান্ডর তরুণ এই ব্যাটারকে ফিরতে হয়েছে ২৬ রানে।


প্রথম টেস্টে না খেলা বেন স্টোকস পুরো পাকিস্তান সফরেই ছিলেন। মুলতানে দ্বিতীয় টেস্টে যথাক্রমে ১ ও ৩৭ রান করেছেন। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে ১২ রান করা ইংলিশ অধিনায়ক এবার ফিরেছেন ৩ রানে। নোমানের অফ স্টাম্পের বাইরের বলে প্রথমে খেলতে চাইলেও পরবর্তীতে ছেড়ে দেন স্টোকস। তাতে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পাওয়া জেমি স্মিথ এবার অবশ্য দ্রুতই ফিরেছেন। সাজিদের অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে ডাউন উইকেটে এসেছিলেন।


সাজিদের টার্ন করে ভেতরে ঢোকা ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ৩ রান করা স্মিথ। লম্বা সময় উইকেটে টিকে থাকলেও হাফ সেঞ্চুরি পাওয়ার আগেই ফিরতে হয়েছে রুটকে। ৫২ বলে ৩৩ রানের ইনিংস খেলা ডানহাতি ব্যাটার আউট হয়েছেন রিজওয়ানকে ক্যাচ দিয়ে। নোমানের বলে এজ হয়েছেন ইংলিশ এই ব্যাটার। তাকে ফিরিয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন নোমান।



দলের রান একশ হওয়ার আগে গাস অ্যাটকিনসনের উইকেট তুলে নেন সাজিদ। ডানহাতি অফ স্পিনারের বলে বোল্ড হয়েছেন ১০ রান করা অ্যাটকিসন। শেষ দুই ব্যাটার হিসেবে রেহান আহমেদ ও জ্যাক লিচ ফিরলে মাত্র ১১২ রানে অল আউট হয় ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে ৪২ রানে ৬ উইকেট নিয়েছেন নোমান। আরেক স্পিনার ৬৯ রানে ৪ উইকেট পেয়েছেন সাজিদ। প্রথমবারের মতো পুরো ম্যাচে পাকিস্তানের কোন পেসার বোলিং করেননি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball