promotional_ad

পিসিবির ‘স্বার্থপর’ পিচ কৌশলের সমালোচনায় শোয়েব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দেশের মাটিতে কিভাবে টেস্ট জিততে সেটা যেন একেবারে ভুলে গিয়েছিল পাকিস্তান। সাড়ে তিন বছরের বেশি সময় ধরে ঘরের মাঠে টেস্ট জিততে না পারা পাকিস্তান সেই আক্ষেপ ঘুচিয়েছে মুলতানে দ্বিতীয় টেস্ট দিয়ে। স্পিন সহায়ক উইকেটে স্বাগতিকদের অধরা জয়টা এনে দিয়েছেন দুই স্পিনার নোমান আলী ও সাজিদ খান। এমন উইকেটে সাফল্য পাওয়ায় রাওয়ালপিন্ডিতেও একই পরিকল্পনায় এগিয়েছে তারা। প্রথাগতভাবে পেস সহায়ক হলেও সেখানে স্পিনারদের উল্লাস করতে দেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পিচ কৌশলের সমালোচনা করেছেন শোয়েব আখতার।


২০২১ সালের ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়ার পর দেশের মাটিতে আর জিততে পারছিল না পাকিস্তান। মাঝে কয়েকটা টেস্ট ড্র করলেও হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশের কাছে। এবারের সিরিজেও প্রথম টেস্টে জিততে পারেননি শান মাসুদরা। প্রথম ইনিংসে পাঁচশর বেশি রান করেও ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারতে হয়েছে স্বাগতিকদের। সিরিজ চলাকালীনই নির্বাচক কমিটিতে পরিবর্তন আনে পিসিবি।



promotional_ad

যেখানে আজহার মাহমুদ, আলিম দার, হাসান চিমারা এসেই তুরুপের তাস বানিয়েছেন নোমান ও সাজিদকে। স্পিনারদের সহায়তা দিতে মুলতানে দ্বিতীয় টেস্টে বানানো হয় স্পিন স্বর্গ। সেটার ফায়দাও ঠিকঠাক লুটে নিয়েছে পাকিস্তান। নোমান ও সাজিদ মিলে নিয়েছেন ইংল্যান্ডের ২০ উইকেট। তাদের এমন বোলিং পারফরম্যান্সে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে সিরিজে ফেরে পাকিস্তান। এমন জয়ের পর তাই পরিকল্পনায় কোন পরিবর্তন আনেনি তারা।


প্রথাগতভাবে রাওয়ালপিন্ডি পেস-সহায়ক উইকেট হলেও সেখানে রাজত্ব করছেন স্পিনাররা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১০ উইকেটের সবকটিই নিয়েছেন সাজিদ, নোমান ও জাহিদ মেহমুদ। তাদের স্পিন জাদুর পর সাউদ সাকিলের সেঞ্চুরিতে সিরিজ জয়ের কাছেই আছে পাকিস্তান। এমন উইকেট বানিয়ে জয়ের মনোভাব ??েখে সমালোচনা করেছেন শোয়েব। পাকিস্তানের হয়ে সব সংস্করণ মিলে ৪৪৪ উইকেট নেয়া সাবেক পেসারের জানতে চাওয়া, এমন উইকেটে জয় পেয়ে কী হবে।


টেস্ট ম্যাচ স্পেশালের সঙ্গে আলাপকালে শোয়েব বলেন, ‘আপনি যখন কোনো জায়গায় সঠিক লোককে রাখবেন না এবং ভুল মনোভাব নিয়ে এগোবেন, তখন এমনটাই হবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা যে বিভাজন এবং পতন দেখতে পাচ্ছি এটা রাতারাতি ঘটেনি। আমি প্রায়ই আমার অধিনায়কের কাছে অভিযোগ করতাম তুমি কেন এমন মরা উইকেট বানাচ্ছো?’



উপমহাদেশে স্পিন সহায়ক উইকেট হলেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মাটিতে পেস-বান্ধব উইকেটে খেলতে হয়। পাকিস্তানের সাবেক পেসার পিসিবিকে স্পোর্টিং উইকেটের প্রতি অগ্রাধিকার দিতে বলেছেন। সেই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে পিচ কৌশলকে স্বার্থপর মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন তিনি। শোয়েব বলেন, ‘এখান থেকে (এমন পিচের জয় নিয়ে) আমরা কী করব? ম্যাচ জয়ের জন্য এমন স্বার্থপর মনোভাব দেখিয়ে এই ধরনের স্পিনিং পিচ আমরা বানাতে পারি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball