promotional_ad

তামিমের কথাই ঠিক হয়েছে, জানালেন মহারাজ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছিলেন কেশভ মহারাজ। যদিও তিন ম্যাচের বেশি খেলেননি তিনি। তবে এর মধ্যে দলটির অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সখ্যতা তৈরি হয়েছিল প্রোটিয়া এই স্পিনারের।


তাই এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে এসেই তামিমকে ম্যাসেজ দিয়েছিলেন তিনি। জানতে চেয়েছিলেন বাংলাদেশের উইকেটে ভালো করার টোটকাও। তামিম তাকে নিরাশ করেননি। দিয়েছেন বিভিন্ন পরামর্শ। এই পরামর্শ মেনেই ঢাকা টেস্টে এখনও পর্যন্ত ২ ইনিংসে মহারাজ নিয়েছেন ৬ উইকেট।


তামিমের অবদানের কথা স্বীকার করে মহারাজ বলেন, ‘আমি তামিম ভাইকে মেসেজ করেছিলাম। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক, সেটা মূলত বিপিএল খেলার কারণে। আমি তাঁর কাছে কন্ডিশনের ব্যাপারে কিছু পরামর্শ চেয়েছিলাম। তিনি কিছু কথা বলেছিলেন, উইকেট কেমন আচরণ করতে পারে, এসব বিষয়ে। তিনি যা বলেছেন, উইকেট ঠিক তেমনই আচরণ করছে।’



promotional_ad

মিরপুর টেস্টে বাংলাদেশ এখনও পর্যন্ত ৮১ রানে এগিয়ে আছে বাংলাদেশ। তবে স্বাগতিকদের হাতে মাত্র ৩টি উইকেট আছে। বাংলাদেশকে প্রথম ইনিংসে প্রোটিয়ারা গুঁড়িয়ে দিয়েছিল মাত্র ১০৬ রানে। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশকে পেয়ে বসেছিল ব্যাটিং ব্যর্থতা।


৩ উইকেটে ১০১ রান নিয়ে দিন শুরুর করার পর ১১২ রানেই আরও ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। যদিও মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী মিলে পুরোনো বলের সুবিধা নিয়ে বাংলাদেশকে লিড এনে দিয়েছেন। দুজনে গড়েছেন ১৩৮ রানের জুটিও। এমন পারফরম্যান্সের পর মহারাজও বাংলাদেশের খেলার প্রশংসা করেছেন। 


তিনি বলেছেন, ‘বাংলাদেশ আজ ভালো করেছে। কন্ডিশন কিছুটা ভালো ছিল। যদি সত্যি বলি, বলটাও ব্যবহৃত ছিল। তবে আমরা এখনো এই ম্যাচে এগিয়ে আছি। বাংলাদেশ লিড পেয়েছে ঠিক আছে, তবে আমাদের ৩টি উইকেট নিতে হবে। আমরা চাইব ওদের অল্প রানে থামিয়ে রাখতে। আমরা এখনো চালকের আসনেই আছি। প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের সেই পারফরম্যান্সের জন্যই আমরা এগিয়ে আছি।’


এদিকে চতুর্থ দিনের চ্যালেঞ্জ নিয়ে প্রোটিয়া এই ক্রিকেটার বলেছেন, ‘ম্যাচ যত গড়াবে স্পিনারদের টার্নেও বৈচিত্র্য যোগ হবে। এখন উইকেট কিছুটা ভেজা। বারবার রোল করায় উইকেটটা কিছুটা ভালো হয়েছে, উইকেট ব্যাটিং–সহায়ক মনে হচ্ছে। আমরা তো বাংলাদেশকে ১০০ বা কম লিডে অলআউট করতে চাইবই। গুরুত্বপূর্ণ হচ্ছে আগামীকাল সকালের সেশনে ভালো শুরু করা।’



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball