promotional_ad

গ্লোবাল সুপার লিগে রংপুরের ম্যাচের সূচি প্রকাশ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগে খেলতে যাওয়ার কথা ছিল ফরচুন বরিশালের। তবে বর্তমান চ্যাম্পিয়নরা অপারগতা জানানোয় সেমিফাইনালে যাওয়া রংপুর রাইডার্সকে পাঠানো হচ্ছে গায়ানার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আগেই ইঙ্গিত দিয়েছেন রংপুরের কথা।


অবশেষে গ্লোবাল সুপার লিগে বিপিএলের একবারের চ্যাম্পিয়নদের খেলার বিষয়টি চূড়ান্ত। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কমিটি। রংপুরের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম আসরের বাকি চারটি দলও চূড়ান্ত হয়েছে। স্বাগতিক হিসেবে খেলতে দেখা যাবে ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে।


৫ দলের টুর্নামেন্টে ইংল্যান্ড থেকে অংশগ্রহণ করবে টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল হ্যাম্পশায়ার হকস। এ ছাড়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল। তাদের সঙ্গে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে বিপিএলের রংপুর।



promotional_ad

২৬ নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ ডিসেম্বর। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। মূলত গায়ানার সরকারের পরিকল্পনাতেই এই টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। অর্থাৎ সবার সঙ্গেই সবার খেলা থাকবে।


সেখান থেকে সেমিফাইনাল জায়গা করে নেবে চারটি দল। পরবর্তীতে দুটি দল উঠবে ফাইনালে। ১১ ম্যাচের গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল পাবে ১ মিলিয়ন ডলার। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে নামছে রংপুর। ২৭ নভেম্বর বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হক।


১লা ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলবে রংপুর। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সেই দলে খেলতে দেখা যেতে পারে গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট এবং স্কট বোল্যান্ডকে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলা ৪ ডিসেম্বর। তাদের হয়ে মাঠ মাতাতে পারেন শাই হোপ, শিমরন হেটমায়ার, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুবদের। 


গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে৫ ডিসেম্বর পিএসএলের লাহোর কালান্দার্সের বিপক্ষে খেলতে হবে রংপুরকে। লাহোরের জার্সিতে দেখার সম্ভাবনা আছে শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, ফখর জামানদের। তবে বিপিএলের প্রতিনিধিদের হয়ে বিদেশি ক্রিকেটার হিসেবে কারা যাবেন তা এখনও নিশ্চিত নয়। 



গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সূচি-


তারিখ ম্যাচ
২৭ নভেম্বর  রংপুর রাইডার্স-হ্যাম্পশায়ার হকস
১ ডিসেম্বর রংপুর রাইডার্স - ভিক্টোরিয়া
৪ ডিসেম্বর রংপুর রাইডার্স - গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
৫ ডিসেম্বর রংপুর রাইডার্স - লাহোর কালান্দার্স


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball