promotional_ad

বাবর ইস্যুতে ফখরকে কারণ দর্শাতে বলেছে পিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ

১৯ ফেব্রুয়ারি ২৫
শুভমান গিল ও মাহিশ থিকশানা

সাম্প্রতিক সময় পাকিস্তানের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাবর আজম। তাকে আচমকা বাদ দেয়ায় হতাশ হয়ে বেশ কিছু মন্তব্য করেছেন ফখর জামান। এবার তাকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


পিসিবির কাছে আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে এই ব্যাটারকে। চলমান ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে ব্যর্থ হয়েছেন বাবর। এর আগে বাংলাদেশ সিরিজেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিলেন তিনি।



promotional_ad

এ কারণেই মূলত দল থেকে বাদ দেয়া হয়েছে পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটারকে। এদিকে ফখরের চোখে বাবর পাকিস্তানের প্রধান খেলোয়াড়। পাকিস্তান ক্রিকেটের এ যাবৎকালের সেরা আবিষ্কার হিসেবে বাবরকে মূল্যায়ন করেন তিনি।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফখরের, বদলি ইমাম উল হক

২০ ফেব্রুয়ারি ২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন ফখর জামান

যার কারণে ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টের জন্য বাবরকে বাদ দেয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না ফখর। বাবরকে বাদ দিয়ে দলে নেতিবাচক বার্তা দেয়া হয়েছে বলেও জানান ফখর। এমনকি বিরাট কোহলির অফফর্মের সময় বিসিসিআইয়ের ভূমিকা কেমন ছিল সেটাও তিনি মনে করিয়ে দেন।


সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লিখেন, ‘বাবর আজমকে বাদ দেওয়ার বিষয়টি উদ্বেগজনক। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফর্মে না থাকলেও বিরাট কোহলিকে স্কোয়াড থেকে বাদ দেয়নি ভারত। সে সময় তার (কোহলি) গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০।’



‘যদি আমাদের প্রধান ব্যাটসম্যানকে (বাবর) দূরে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করি, তাহলে এটি পুরো দলকে গভীর নেতিবাচক বার্তা পাঠাতে পারে। নিঃসন্দেহে সে (বা???র) পাকিস্তান সর্বকালের সেরা ব্যাটসম্যান। প্যানিক বোতাম এড়ানোর এখনও সময় আছে। আমাদের মূল খেলোয়াড়দের দুর্বল করার পরিবর্তে তাদের সুরক্ষার দিকে মনোনিবেশ করা উচিত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball