promotional_ad

বিয়ের কথা বলে ঢাকা থেকে রংপুরে হেলস

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কয়েকদিন আগেই জানা যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন অ্যালেক্স হেলস। এরপর জানা যায় ভিন্ন খবর। বিয়ের কারণে ঢাকার সঙ্গে চুক্তি স্থগিত হয় ইংলিশ এই ওপেনারের। ঘটনা এখানেই শেষ নয়। রাত ১২ টায় জানা যায়, আসন্ন বিপিএলে হেলস রংপুর রাইডার্সের হয়ে খেলবেন!


এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। অথচ এর কয়েক ঘণ্টা আগেই ধারণা করা হচ্ছিল বিপিএলে তার না খেলার সম্ভাবনাই বেশি। কেননা নিজের বিয়ের কারণে ঢাকার সঙ্গে চুক্তিটি স্থগিত করেন হেলস।



promotional_ad

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ গতকাল ফেসবুকে লিখেন, 'ঢাকা ক্যাপিটালসের মূল শক্তি ফ্র্যাঞ্চাইজিটির ভক্ত ও সমর্থকরা। আমরা সব সময় আপনাদের প্রত্যাশা পূরনে সর্বাত্মক চেষ্টা করে আসছি। ঢাকা ক্যাপিটালস বিদেশী কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়৷ তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্ততার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন।'


'আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকলো। আমরা জানি, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনে শক্তিশালী দল গঠনের চেষ্টা চালিয়ে যাবো। ধন্যবাদ আপনাদের নিরন্তর সমর্থনের জন্য।'


এর আগেও রংপুরের হয়ে বিপিএল মাতিয়েছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য হেলস। ২০১৯ সালে রংপুর রাইডার্সের শিরোপা জয়ের পেছনে বড় ধরনের ভূমিকা ছিল তার। সেবার কিছু ম্যাচে তার সঙ্গে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সরাও ছিলেন।



এদিকে ইংলিশ এই তারকা ছাড়াও রংপুর তাদের স্কোয়াডে নিশ্চিত করেছে আরও ৪ খেলোয়াড়কে। ডিরেক্ট সাইনিংয়ে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং পাকিস্তানের খুশদিল শাহ। আর আগের বছর থেকে শেখ মেহেদী আর অধিনায়ক নুরুল হাসান সোহানকে ধরে রেখেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball