promotional_ad

আবারও বরিশালের হয়ে খেলবেন মেয়ার্স

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুমের জন্য তামিম ইকবালকে আগেই রিটেইন করেছে ফরচুন বরিশাল। দলটির অধিনায়ক হিসেবেও থাকছেন বাঁহাতি এই ওপেনার। এরপর সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।


এবার বিদাশি সাইনিংয়েও বড় চমক দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে তারা ডিরেক্ট সাইন করিয়েছে। আগের আসরেই রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন নবি। বিপিএলের নিয়মিত এই ক্রিকেটার এবার পাড়ি জমালেন নতুন ফ্র্যাঞ্চাইজিতে।



promotional_ad

এ ছাড়া গত আসরে বরিশালের হয়ে খেলা ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মেয়ার্সও দলটির হয়ে আবারও খেলবেন। এই বিষয়টি নিজেদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


পুরনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেশি ক্রিকেটারদের মাঝে একজনকে সরাসরি চুক্তিতে এবং দুজনকে রিটেইন করতে পারবে বরিশাল। সেটার ফায়দা নিয়েই হৃদয়কে দলে টেনেছে তারা। আর রিটেইন ক্রিকেটার হিসেবে তামিমের সঙ্গে দলটিতে থাকছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।


রিটেইন সীমিত থাকার কারণে দলটিকে ছেড়ে দিতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটারকে। এরই মধ্যে মিরাজ খুলনা টাইগার্স ও সাইফউদ্দিন সরাসরি চুক্তিতে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন।



যদিও সম্প্রতি টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাহমুদউল্লাহ এখনও কোনো দল পাননি। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট। ড্রাফট থেকে ভালো ভালো ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের।


এরই মধ্যে বিপিএলের ড্রাফটে ১৮৮জন দেশি ক্রিকেটার ও ৪৪০জন বিদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে জশুয়া লিটল, হযরতউল্লাহ জাজাই, মার্টিন গাপটিল, কাইস আহমেদ, জর্জ মানজি, মুহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, জো ডেনলি, আমের জামাল, অ্যারন জোনস ও রিস টপলিদের দিকে নজর থাকবে সবার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball