promotional_ad

তানজিম-জাকিরকে রিটেইন করল সিলেট, ডিরেক্ট সাইনিং জাকের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে কিছুটা দেরিতে হলেও সরব হয়েছে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটের আগে এতদিন পর্যন্ত নিরব থাকলেও আজ তিনজন ক্রিকেটারকে দলে ভেড়ানোর খবর দিয়েছে তারা।


দলটি রিটেইন করেছে তানজিম হাসান সাকিবকে। গত বিপিএলের পর আগামী আসরেও তানজিমের গতির ওপর ভরসা করেছে দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তারা।



promotional_ad

উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানকেও দেখা যাবে সিলেটের হয়ে মাঠ মাতাতে। তৃতীয়বারের মতো সিলেট স্ট্রাইকার্সের ক্যাম্পে থাকছেন জাকির। তাকেও রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


এই দুই ক্রিকেটারকে রিটেইন করার পাশাপাশি জাকের আলী অনিককে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। তানজিমের মতো বাকি দুই ক্রিকেটারের খেলার ব্যাপারেও নিজেদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে দলটি।


বিপিএলের গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন জাকের। সেখান থেকেই জাতীয় দলে ডাক পান তিনি। সেই দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের বেশ আস্থাভাজন ছিলেন এই ক্রিকেটার।



এদিকে বিপিএলের গত আসরে সিলেট দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তিনি কয়েক ম্যাচ খেলে বিপিএল ছাড়লে দলটির নেতৃত্ব দেন মোহাম্মদ মিঠুন। এখন পর্যন্ত এবার এই দুজনের একজনকেও দলে রাখেনি সিলেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball