টানা তৃতীয় জয়ে সেমি ফাইনালের খুব কাছে অস্ট্রেলিয়া

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। তারা পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে সেমি ফাইনালে যাওয়ার পথ সুগম করেছে। এই ম্যাচে আগে ব্যাট করা পাকিস্তানকে মাত্র ৮২ রানে অল আউট করে দিয়েছিল অজিরা।
জবাবে খেলতে নেমে ৫৪ বল হাতে রেখেই বিশাল জয় নিশ্চিত করেছে অজিরা। মামুলি লক্ষ্যে তাড়া করতে নেমে অজিদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার বেথ মুনি ও অ্যালিসা হিলি। দুজনে যোগ করেন ৩৬ রান। মুনি ১৫ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর হিলি রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেছেন ২৩ বলে ৩৭ রান করে।

ফিরে যাওয়ার আগে অ্যালিসে পেরিকে নিয়ে ৩০ বলে তিনি যোগ করেন ৩৩ রান। শেষদিকে পেরি ও অ্যাশলেই গার্ডনার অপরাজিত থেকে অজিদের জিতিয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত গার্ডনারের ৭ রান এবং পেরি অপরাজিত থাকেন ২২ রান করে। পাকিস্তানের হয়ে একমাত্র উইকেটটি পান সাদিয়া ইকবাল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৭ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মুনিবা আলী। এরপর ফিরে যান ৬ বলে ৩ রান করা সাদাফ সামাস। সাদিরা আমিন করেন ১৮ বলে ১২ রান। আর ওমাইমা সোহেলের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান।
নিদা দার ১০ বলে ১০ রান করে আউট হয়ে যান। অবশ্য মাঝে ইরাম জাভেদকে নিয়ে পাকিস্তানের কিছুটা হাল ধরেছিলেন আলিয়া রিয়াজ। অবশ্য তাদের জুটিকে বেশি লম্বা হতে দেননি অজি বোলাররা। আলিয়ার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ বলে ২৬ রান।
আর ইরাম ১২ রান করে আউট হলে আর কেউ দাঁড়াতেই পারেননি। অজি বোলারদের মধ্যে একাই ৪ উইকেট নেন গার্ডনার। আর ২টি করে উইকেট পান অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়ারহ্যাম। একটি করে উইকেট নিয়েছেন ম্যাগান স্কট ও সোফি মলিনাক্স।