promotional_ad

রিকেলটন-স্টাবসের নৈপুণ্যে সাউথ আফ্রিকার বড় জয়

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন আগেই সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করে আয়ারল্যান্ড। ধারণা করা হচ্ছিল ওয়ানডে সিরিজেও একইরকম প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখবে দলটি। কিন্তু এর কিছুই হলো না। সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশরা হেরেছে ১৩৯ রানের বিশাল ব্যবধানে। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা।


আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সাউথ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি সাউথ আফ্রিকার। ৩৯ রান তুলতেই তিনটি উইকেট হারায় দলটি।


ইনিংস লম্বা করতে পারেননি টনি ডি জর্জি। ১২ রান করে মার্ক অ্যাডায়ারের বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। এরপরের ওভারেই অধিনায়ক টেম্বা বাভুমাকে (৪) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন ক্রেইগ ইয়াং। তারপরের ওভারে অ্যাডায়ার সাজঘরে ফেরান রসি ভ্যান ডার ডাসেনকে (০)।



promotional_ad

সেখান থেকে দলটিকে উদ্ধার করেন রায়ান রিকেলটন। ট্রিস্টান স্টাবসের সাথে তার ১৫২ রানের জুটির সুবাদে ম্যাচে ফিরে সাউথ আফ্রিকা। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই এ দিন মাঠ ছাড়তে হয় রিকেলটনকে।


অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে বোল্ড হওয়ার আগে ১০২ বলে ৯১ রান করেন তিনি, ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছক্কার মার।তারপরের ওভারেই বিদায় নেন ৭৯ রান করা স্টাবস। শেষদিকে বিজন ফরচুনের ৩৪ বলে ২৮ এবং লুঙ্গি এনগিডির ১৭ বলে ২০ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা।


নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭১ রান করে দলটি। আইরিশদের হয়ে বল হাতে চার উইকেট শিকার করেন আইরিশ পেসার অ্যাডায়ার। তিন উইকেট শিকার করেন ইয়াং।


২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। দলটির হয়ে সর্বোচ্চ ২১ রান করেন জর্জ ডকরেল। এ ছাড়া অ্যান্ডি বালবির্নি ও কার্টিস ক্যাম্ফার দুজনই ২০ রান করে করেন। ৩১.৫ ওভারে ১৩২ রানে অলআউট হয় দলটি।



সাউথ আফ্রিকার হয়ে ৩২ রান খরচায় চার উইকেট নেন লিজাড উইলিয়ামস। দুটি করে উইকেট নেন এনগিডি এবং ফরচুন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball