promotional_ad

বাংলাদেশের বিপক্ষে কামব্যাক সেঞ্চুরি পান্তের কাছে 'স্পেশাল'

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গাড়ি দূর্ঘটনার পর সর্বশেষ আইপিএল দিয়ে আবারও প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরেছেন ঋষভ পান্ত। এরপর ভারতের হয়ে খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে সাদা পোশাকে ফেরার অপেক্ষা ফুরিয়েছে বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে।


নিজের প্রত্যাবর্তনের ম্যাচ দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে স্মরণীয় করে রেখেছেন তিনি। প্রথম ইনিংসে মাত্র ৩৯ রান করে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তার ১০৯ রানের ইনিংসে ভর করেই বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।



promotional_ad

এমন ইনিংসকে ভিন্নভাবেই দেখছেন পান্ত। জানিয়েছেন এই ইনিংসের গুরুত্ব তার কাছে অনেক। চেন্নাই বরাবরই পান্তের পছন্দের মাঠ। সেখানে সেঞ্চুরি তুলে নিতে পেরে আবেগে ভাসছেন পান্ত। নিজের চেষ্টা সফল হয়েছে বলে জানিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে পান্ত ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এই ইনিংসের গুরুত্ব আমার কাছে অনেক। প্রথমত আমি চেন্নাইতে খেলতে পছন্দ করি, আর দ্বিতীয়ত চোট কাটিয়ে ওঠার পর আমি আবার চেষ্টা করেছিলাম তিন ফরম্যাটেই খেলতে। সেদিক থেকে দেখলে এই পারফরম্যান্সটা ভালোই ছিল। অবশ্যই এই যাত্রাটা আবেগপূর্ণ ছিল, আমি সব ম্যাচেই চেষ্টা করেছিলাম রান পেতে।'


মারকুটে ব্যাটিংয়ের কারণে ভারতের তিন ফরম্যাটের ক্রিকেটেই নিয়মিত পান্ত। তবে টেস্টকেই সবচেয়ে ভালোবাসেন এই উইকেটরক্ষক ব্যাটার। প্রথম ইনিংসে পান্ত যখন ব্যাটিংয়ে নেমেছিলেন ভারত তখন বিপর্যয়ে। ৩ উইকেট হারিয়ে ৩৪ রান তখন বোর্ডে। এমন সময় নেমে পান্তকে নিয়ে ১৯৯ রানের জুটি গড়েন পান্ত। তাতেই প্রথম ইনিংসে ৩৭৬ রানের বিশাল সংগ্রহ দাঁড়ায় ভারতের। দলের বিপর্যয়ে পারফর্ম করতে পেরেই খুশি পান্ত।



তার ভাষ্য, 'যেই ফরম্যাটকে আমি এত ভালোবেসেছি, সেই টেস্ট ক্রিকেটে ফিরে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমি জানি না কে কি বলছে বাইরে, তবে আমি পরিস্থিতি অনুযায়ী খেলতে চেয়েছিলাম যখন ভারতের ৩৪ রানের মধ্যে ৩ উইকেট পড়ে গিয়েছিল প্রথম ইনিংসে। আর গিলের সঙ্গে আমার বোঝাপড়া ভালো, তাই দ্বিতীয় ইনিংসে ওর সঙ্গে জুটিতে রান তুলতেও অসুবিধা হয়নি।’


চেন্নাই টেস্টে ২৮০ রানের ব্যবধানে বিশাল জয় পেয়েছে ভারত। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে হবে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজের অবস্থান ধরে রাখতে এই ম্যাচেও জিততে চাইবে ভারত। সামনেই ভারতের নিউজিল্যান্ড সিরিজ। এরপর অস্ট্রেলিয়া সফর। এই সিরিজের আগে পান্ত-গিলদের ফর্ম অনুপ্রেরণা যোগাবে পুরো ভারতীয় দলকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball