promotional_ad

সাকিবের চোটের ব্যাপারে জানেন না হেম্প

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চেন্নাই টেস্টের শুরু থেকেই সাকিব আল হাসানকে স্বস্তি নিয়ে বল করতে দেখা যায়নি। প্রথম ইনিংসে বল করতে এসেছিলেন ৫৩তম ওভারে। আর দ্বিতীয় ইনিংসে দশম ওভারে বল হাতে নিলেও সাকিবের ক্ষিপ্রতা ছিল না বোলিংয়ে। ফলে এই অলরাউন্ডারের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছিল।


সাকিবের আসলে কী হয়েছে। এমন কৌতুহল থেকেই এই টাইগার অলরাউন্ডারের সঙ্গে কথা বলেছেন, চেন্নাই টেস্টে ধারাভাষ্যকার হিসেবে থাকা মুরালী কার্তি। ধারাবিবরণীতে বলেছেন তিনি অনুধাবন করছিলেন কোনো সমস্যার কারণেই হয়ত সাকিব নিজেকে বোলিং থেকে একটু গুটিয়ে রাখছেন।



promotional_ad

সেই কৌতূহল থেকেই সাকিবের সঙ্গে কথা বলেছিলেন বলে জানিয়েছেন কার্তিক, ‘তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম, কী কারণে সে কম বোলিং করছে...সে আমাকে যা বলেছে, তা একজন স্পিনার হিসেবে আমি অনুধাবন করতে পারছি।’


এরপরই অবাক করার মতো তথ্য দিয়ে কার্তিক আরও বলেন, ‘তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এ ছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।’


এ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে। তিনি জানিয়েছেন এই ব্যাপারে জানেন না কিছু। চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে হেম্প বলেছেন, 'এই বিষয়টি নিয়ে আমি অবগত না। তাই আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না।'



চেন্নাই টেস্টে ভারতের রানের পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। জিততে হলে ৫১৫ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিতে হবে টাইগারদের। টেস্টের ইতিহাসেই ৪১৮ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয়ের কোনো রেকর্ড নেই। ফলে বাংলাদেশকে জিততে হলে অসম্ভব লক্ষ্য পাড়ি দিতে হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball