promotional_ad

কামিন্দুর আরেকটি সেঞ্চুরি, তিনশ ছাড়িয়ে শ্রীলঙ্কা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন কামিন্দু মেন্ডিস। লঙ্কান এই ব্যাটার আবারও ব্যাট হাতে পারফর্ম করেছেন। তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। তার ব্যাটে ভর করেই ৭ উইকেটে ৩০২ রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা।


দিনের শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লঙ্কানরা। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কুশাল মেন্ডিসকে নিয়ে জুটি গড়ে শ্রীলঙ্কাকে স্বস্তি এনে দেন। জুটি গড়ার পথেই ১১ চারে ১১৪ রানের ইনিংস খেলেছেন কামিন্দু। আর তাতেই বিপদ থেকে রক্ষা পেয়েছে স্বাগতিকরা।


লাল বলের ক্রিকেটে ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটার ১১ ইনিংসের মধ্যে চারটিতেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। লঙ্কান আর কোনো ব্যাটারই প্রথম ১১ ইনিংসের মধ্যে ৪টি সেঞ্চুরি তুলে নিতে পারেননি। এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারে ৮০০ রানের চক্র পার করেছেন কামিন্দু।



promotional_ad

এদিন টসে জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই দিমুথ করুনারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। তিনি কিউই পেসার উইল ও’রোকের লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়ে ধরা পড়েন উইকেটরক্ষকের গ্লাভসে। এরপর লঙ্কান আরেক ব্যাটার পাথুম নিশাঙ্কাকেও বোল্ড করে ফিরিয়েছেন ও'রোক।


এরপর দীনেশ চান্দিমালও বেশিক্ষণ থিতু হতে পারেননি। তিনি করেছেন ৩০ রান। টিম সাউদির বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন। কামিন্দু মাঠে নেমেছিলেন অ্যাঞ্জেলো মাথিউস আহত হয়ে মাঠ ছাড়ার পর। এরপর দ্রুত উইকেট পতনে আবার মাঠে নামেন ম্যাথিউস। 


জুটি গড়েন কামিন্দুর সঙ্গে। ম্যাথিউসকে সঙ্গে নিয়ে ৭৩ বলে হাফ সেঞ্চুরিও তুলে নেন লঙ্কান এই ব্যাটার। অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নিতে পারেননি ম্যাথিউস। তিনি ৩৬ রান করে ফিরলে ভাঙে ৭২ রানের জুটি। এরপর কুশালকে নিয়ে শ্রীলঙ্কাকে টেনেছেন কামিন্দু।


বাঁহাতি এই ব্যাটার তিন অঙ্কে পৌঁছেছেন ১৪৫ বলে। এই দুজনের জুটিতেই দিন শেষ করতে পারত শ্রীলঙ্কা। তবে শেষ বিকেলে দুজনকেই হারিয়ে অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কা। ১৩৭ বলে ১০৩ রানের জুটি শেষ হয় মেন্ডিস ৭ চারে ৫০ রান করে বিদায় নিলে।



খানিক বাদে আউট হয়ে যান কামিন্দুও। শ্রীলঙ্কার হয়ে প্রবাথ জয়াসুরিয়া ০ ও রামেশ মেন্ডিস ৪২ বলে ১৪ রান করে অপরাজি আছেন। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ৩টি উইকেট নিয়েছেন ও'রোক। আর ২টি উইকেট পেয়েছেন গ্লেন ফিলিপস। একটি করে উইকেট গেছে সাউদি ও এইজাজ প্যাটেলের ঝুলিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball