promotional_ad

ঢাকা ও চট্টগ্রামে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী দশদিনের মধ্যেই সাউথ আফ্রিকা সিরিজের ভেন্যু নিশ্চিত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই অবশ্য দুই টেস্ট সিরিজের ভেন্যু কোনটি হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সেটি জানানো হয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকাকে (সিএসএ)।


ক্রিকফ্রেঞ্জির একটি সূত্র বিসিবিকে জানিয়েছে সবকিছু ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে সাউথ আফ্রিকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।



promotional_ad

দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি শুরু ২৯ অক্টোবর। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর আগামী ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে সাউথ আফ্রিকা দলের।


সাউথ আফ্রিকা ক্রিকেটের সবুজ সংকেত নিয়ে দশদিনের মধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বিসিবি। সিএসএ এই ব্যাপার সিদ্ধান্ত জানাবে সাউথ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে।


চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বিসিবি। একই কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের সফরও স্থগিত হয়েছে। সাউথ আফ্রিকা এই মুহূর্তে বাংলাদেশে আসবে কিনা সেই অনিশ্চয়তা অবশ্য থাকছেই।



২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিল সাউথ আফ্রিকা। সেবার বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ২-০ ব্যবধানে। তবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরের দুটিতে জেতে বাংলাদেশ। ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে তারা। এরপর বৃষ্টির কারণে দুই টেস্টের সিরিজে দুটি ম্যাচই ড্র হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball