promotional_ad

র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ নিশাঙ্কার, ক্যারিয়ারসেরা অবস্থানে ধনঞ্জয়া-মেন্ডিসরা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে দারুণ এক অপরাজিত সেঞ্চুরি তুলে নিয়েছেন পাথুম নিশাঙ্কা। এমন পারফরম্যান্সের ফলে টেস্টের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দারুণ চমক দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। ৪২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৯ নম্বরে উঠে এসেছেন তিনি।


নিশাঙ্কা ছাড়াও শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন। এর মধ্যে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো ও মিলন রাত্নায়েকে। ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন লাহিরু কুমারাও। টানা দুই টেস্টে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কার।



promotional_ad

অবশ্য শেষ ম্যাচে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে লঙ্কানরা। এই ম্যাচে পারফর্ম করে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন দুই দলের বেশ কয়েকজন ক্রিকেটারই। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ক্যারিয়ার সেরা ১২৭ রানের ইনিংস খেলেন নিশাঙ্কা। এদিকে প্রথম ইনিংসে ৬৯ রানের সুবাদে অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ১৩ নম্বরে জায়গা করে নিয়েছেন।


শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে তিনিই সবার ওপরে আছেন। শ্রীলঙ্কার আরেক ব্যাটার কামিন্দু মেন্ডিস প্রথম ইনিংসে খেলেন ৬৪ রানের ইনিংস। তিনি ৫ ধাপ এগিয়ে শুভমান গিলের সঙ্গে অবস্থান করছেন ১৯ নম্বরে। ইংলিশ ব্যাটারদের মধ্যে দারুণ উন্নতি করেছেন এই ম্যাচে নেতৃত্ব দেয়া ওলি পোপ।


৭ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন তিনি। আর জেমি স্মিথ ৬ ধাপ এগিয়ে ৩০ নম্বরে। টেস্টের ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। তিনি ২৩ রেটিং পয়েন্ট হারিয়েছেন। ৮৯৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রুটের সঙ্গে ব্যবধান কমেছে কেন উইলিয়ামসনের।



তিনি ৮৫৯ রেটিং নিয়ে দুই নম্বরে আছেন। সেরা ১০ থেকে জায়গা হারিয়েছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। ৭ ধাপ পিছিয়ে এই ব্যাটার নেমে গেছেন ১২ নম্বরে। বোলারদের মধ্যে ১৩ ধাপ এগিয়ে ৩১ নম্বরে জায়গা করে নিয়েছেন ফার্নান্দো। আর কুমারা ১০ ধাপ এগিয়ে ৩২ নম্বরে।


তার দখলে ৫৪৪ রেটিং পয়েন্ট। রত্নায়েকে ২৬ ধাপ এগিয়ে ৮৪ নম্বরে এসে গেছেন। এগিয়েছেন ইংলিশ পেসার ওলি স্টোনও। ১৩ ধাপ এগিয়ে ৭৪ নম্বরে স্টোণ। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর অলরাউন্ডারদের তালিকায় এখনও শীর্ষে আছেন ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball