promotional_ad

‘এনসিএল পিকনিক নয়, মাঠে এসে খেলা দেখুন’

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছরের মার্চে সিলেট ও চট্টগ্রামে হওয়া টেস্টে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পেছনে প্রায় পুরো দায়টা ছিল মুমিনুল হক, জাকির হাসানদের। ঘরের মাঠে সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে এসে দেশের ঘরোয়া ক্রিকেটের আসল চিত্রটা তুলে ধরেছিলেন মুমিনুল। বাংলাদেশের জাতীয় ক্রিকেট লিগ কিংবা ঘরোয়া ক্রিকেট যে এখনও আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পারেনি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন তিনি।


বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক ২০২৪ সালে এসে এমন চিত্র সামনে আনলেও অভিযোগটা বেশ পুরনো। দেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে কয়েক বছর আগেও খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ ছিল। সবশেষ কয়েক বছরে কিছুটা পরিবর্তন এলেও সেটা এখনও পর্যাপ্ত হয়ে উঠেনি। চারদিনের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় অভিযোগ উইকেট নিয়ে। আম্পায়ারিং নিয়েও অভিযোগের কমতি নেই।



promotional_ad

একটা সময় এনসিএলকে বলা হতো পিকনিক টুর্নামেন্ট হিসেবে। বাংলাদেশের বিভাগীয় দলগুলোকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টের গা থেকে সেই কালো দাগ যে উঠে গেছে সেটা এখনও বলা যাচ্ছে না। এনসিএলের নতুন মৌসুম শুরুর আগে তাই ঘুরে ফিরে এলো সেই পিকনিক প্রসঙ্গ। এমন প্রশ্ন অবশ্য তুঁড়ি মেরে উড়িয়ে দেয়ার চেষ্টা করলেন মিজানুর রহমান বাবুল। ঢাকা মেট্রোর কোচের দাবি, এটা পিকনিক লিগ নয়।


যারা এমন অভিযোগ করেন তাদের মাঠে এসে খেলা দেখার অনুরোধও করেছেন বাবুল। মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যারা নাকি এই প্রশ্নগুলো করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কিনা আমার সন্দেহ আছে। প্রায়ই শুনি যে পিকনিক গেইম হচ্ছে। এনসিএলের সাথে আমি সরাসরি যুক্ত তাই আমি জানি এখানে পিননিক খেলা হয় নাকি কি খেলা হয়। যারা এরকম কথা বলছেন অনুরোধ করব তাদেরকে মাঠে গিয়ে খেলা দেখতে।’


টুর্নামেন্ট নিয়ে বেশ কিছু অভিযোগ থাকলেও সেটার বড় একটা কারণ হতে পারে বৃষ্টির সময়ে এনসিএল হওয়া। শুধু তাই নয় পর্যাপ্ত মাঠ না থাকার আক্ষেপও শোনা গেছে ঢাকা মেট্রোর কোচের কণ্ঠে। বাবুলের চাওয়া তাই ভালো মাঠে যেখানে বৃষ্টি শেষে আবারও খেলা শুরু করা যাবে।



বাবুল বলেন, ‘বাকিটুকু বলব হ্যাঁ যে সময়ে খেলা হচ্ছে আমাদের বৃষ্টি বেশি হয়, বৃষ্টির সময় শুরু হয়। ভাগ্য ভালো থাকলে বৃষ্টিগুলো থাকে না আর যখন বৃষ্টি তখন খেলা কিছুটা বন্ধ থাকে। আমাদের পর্যাপ্ত ওই পরিমাণ মাঠ নাই যেখানে বৃষ্টির ফাঁকে ফাঁকেও খেলা হয়। বলব যে আরও পর্যাপ্ত মাঠ দরকার যাতে চারদিনের খেলাগুলো বৃষ্টিবিঘ্নিত হলেও খেলাগুলো সম্পন্ন হয়।’


আরও উন্নতির তাগিদ দিয়ে ঢাকা মেট্রোর কোচ বলেন, ‘আমি বলব এনসিএল অনেক ভালো টুর্নামেন্ট যেটা লাল বলে খেলা হচ্ছে, একমাত্র টুর্নামেন্ট, এই খেলা খেলেই আমাদের ছেলেরা জাতীয় দলের জন্য নির্বাচিত হয়। এখন যে অবস্থায় আছে টুর্নামেন্টকে আরও কিভাবে উন্নতি করতে পারি এজন্য আমরাও এতক্ষণ বসেছিলাম, কথা বলেছি। বিগত দিনে আমাদের যে সমস্যাগুলো ছিল ওইগুলো নিয়ে কথা বলেছি, এর বাইরে আরও উন্নতি করার চেষ্টা করছি আমরা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball