promotional_ad

মুকুল-জেসিদের সামনে ব্যস্ত সূচি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশের আম্পায়ারদের। কদিন পরেই আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে আম্পায়ারিং করতে দেখা যাবে বাংলাদেশের ৪ জনকে। এ ছাড়া একজন দায়িত্ব পালন করবেন ম্যাচ রেফারি হিসেবেও। এর মধ্যে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘এ’ অঞ্চলের বাছাইপর্বে ডাক পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার মোর্শেদ আলী খান।


আগামী ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘এ’ অঞ্চলের বাছাইপর্ব। সেখানেই আম্পায়ারিং করতে দেখা যাবে তাদের। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মনোনয়নে আইসিসির আম্পায়ারিং প্যানেলের আম্পায়ার হিসেবে যুক্ত হন মোর্শেদ। এর আগে থেকেই আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেলে আছেন বাংলাদেশের তিন আম্পায়ার।



promotional_ad

তারা হলেন গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। এর মধ্যে মাসুদুর রহমান মুকুল আম্পায়ারিং করবেন বিশ্বকাপ লিগ টুতে। আগামী ১৪ থেকে ২৭ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিকদের সঙ্গে খেলবে ওমান ও নেপাল।


তাদের বিপক্ষেই আম্পায়ারিং করতে দেখা যাবে মুকুলকে। এদিকে ওয়ানডে টুর্নামেন্টের পর এই তিন দল খেলবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে ম্যাচ রেফারি হিসেবে সুযোগ পেয়েছেন নিয়ামুর রশিদ। এদিকে ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর চলবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়ার সাব রিজিওনাল 'বি' এর ম্যাচ।


দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে আম্পায়ার হিসেবে থাকবে তানভীর আহমেদ। আর ৪ থেকে ১৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ বাছাইয়ে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাবেক নারি ক্রিকেটার ও আম্পায়ার সাথিরা জাকির জেসি। তিনি এ বছরই আইসিসির ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball