promotional_ad

বিসিবি থেকে সুজনের পদত্যাগ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে। সুজনের আগে বিসিবির একাধিক কর্মকর্তা পদত্যাগ করেছেন। এর মধ্যে রয়েছেন নাইমুর রহমান দুর্জয়ও।


বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। এর মধ্যে গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। ২০১৩ সালে নির্বাচিত হওয়ার থেকে নাজমুল হাসান পাপনের বোর্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেখা গেছে তাকে।



promotional_ad

বিসিবি পরিচালকের পদের সঙ্গে বিভিন্ন সময় টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালিন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। এ ছাড়া তৃনমূল থেকে ক্রিকেটারদের উঠিয়ে আনার পেছনেও তার বড় অবদান ছিল। নিয়মিত তাকে ডিপিএলের দল আবাহনী ক্রিকেট ক্লাবের কোচিং করাতে দেখা গেছে।


এদিকে গুঞ্জন আছে আ জ ম নাছির, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদেরের মতো পরিচালকরাও পদত্যাগ করতে পারেন। কারণ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তাদের বোর্ডের ফেরার সম্ভাবনা ক্ষীণ।


নিজেরা পদত্যাগ না করলে টানা তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকার জেরে পরিচালকের পদ হারাতে হবে তাদেরকে। এদিকে মাহবুব আনাম, আকরাম খান, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, ফাহিম সিনহা, সাইফুল আলম চৌধুরী স্বপন ও মঞ্জুর আলমদের সঙ্গে নিয়ে আপাতত বোর্ড পরিচালনা করছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।



বেশিরভাগ পরিচালক না থাকায় যারা আছেন তাদের মাঝে বিভিন্ন বিভাগের দায়িত্ব তুলে দেয়া হতে পারে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে পরিচালক হওয়া নাজমুল আবেদিন ফাহিম পেতে পারেন গেম ডেভেলভমেন্টের দায়িত্ব। বোর্ড সভাপতি ফারুক নিজে একাই বহন করতে পারেন চারটি বিভাগের দায়িত্ব। সেখানে থাকতে পারে জালাল ইউনুসের ফেলে যাওয়া ক্রিকেট অপারেশন্সও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball