পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্টটি আয়োজন করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত কিনা সেটা পরীক্ষা করে দেখতে চায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার কারণে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি।
ভারতের গণমাধ্যমের সংবাদ অনুযায়ী আগামী দশদিনের মধ্যেই পাকিস্তানে যাবে আইসিসির প্রতিনিধি দল। এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের তিনটি বিখ্যাত শহর লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে।

তিন জায়গাতেই সফর করার কথা রয়েছে সেই প্রতিনিধি দলের। মূলত ভেন্যুর প্রস্তুতি ও অন্যান্য ফ্যাসিলিটিজ পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে তারা। তাদের প্রতিবেদনের ওপর অনেককিছুই নির্ভর করছে।
বর্তমানে অবশ্য সংস্কার কার্যক্রম চলছে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামগুলোতে। এই সংস্কার কার্যগুলো এরমাঝে শেষ না হলেও আইসিসি সেগুলো শেষ করার জন্য পর্যাপ্ত সময় দেবে পিসিবিকে। এর আগে ১২৮০ কোটি পাকিস্তানি রুপি বরাদ্দ দিয়েছে পিসিবি।
প্রতিনিধিদল পাকিস্তান ঘুরে যাওয়ার পর টিকিট বিক্রি শুরু করবে আইসিসি। এর আগেই অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করবে আইসিসি। ১৯৯৬ বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে প্রথমবারের মতো নিজেদের মাটিতে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ আসরটি ছিল ২০১৭ সালে, ভেন্যু ছিল ইংল্যান্ড। এই টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল সরফরাজ আহমেদের পাকিস্তান। নিকট অতীতে আইসিসির কোনো ইভেন্টে সেটাই পাকিস্তানের সর্বোচ্চ সাফল্য।