promotional_ad

নেই রাবাদা-নরকিয়া, প্রোটিয়া দলে এক ঝাঁক নতুন মুখ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংযুক্ত আরব আমিরাত সফরে জাতীয় দলের মূল বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সাদা বলের সিরিজের দলে রাখা হয়নি অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদা, এনরিক নরকিয়া ও স্পিন বোলিং অলরাউন্ডার কেশভ মহারাজকে।


প্রথমবারের মতো প্রোটিয়া ওয়ানডে দলে ডাক পেয়েছেন জেসন স্মিথ, নাবাইয়োমজি পিটার ও আন্দিলে সিমেলানে। আসন্ন এই সফরে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে সাউথ আফ্রিকা। এরপর তারা আয়রল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টির সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে।


দুটি সিরিজই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। এই সফরে বিশ্রাম দেয়া হয়েছে মার্কো ইয়ানসেন, তাবরাইজ শামসি ও জেরাল্ড কোয়েতজির মতো ক্রিকেটারকে। এমনকি হেইনরিখ ক্লাসেনকেও পাবে না সাউথ আফ্রিকা।


এদিকে ওয়ানডে দলে চমক স্মিথ ও পিটার। দুজনই জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন। স্মিথ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছিলেন। আর পিটার একই প্রতিপক্ষের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলেছেন।



promotional_ad

ওয়ানডে দলের নতুন মুখ স্মিথ ও পিটার এরই মধ্যে পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিয়ারের একমাত্র টি-টোয়েন্টিটি খেলেন ২৯ বছর বয়সী স্মিথ। লেগ স্পিনার পিটারেরও অভিষেক ক্যারিবিয়ানদের বিপক্ষে, গত মে মাসে খেলেন দুটি টি-টোয়েন্টি।


এই সফরে সুযোগ পেয়েছেন পেসার লুঙ্গি এনগিদি। তার পেশির চোট সেরে ওঠায় তাকে তিন দলেই রাখা হয়েছে। এখনও অবসর না নিলেও টি-টোয়েন্টি দলে রাখা হয়নি উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কককে। এদিকে স্কুলের পরীক্ষার জন্য রাখা হয়নি কিউনা মাফাকাকে।


সাউথ আফ্রিকার ওয়ানডে দল (আফগানিস্তান সিরিজ)-


টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, আন্দিলে ফেলুকোয়াইয়ো, নাবাইয়োমজি পিটার, আন্দিলে সিমেলানে, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা ও লিজাড উইলিয়ামস।


দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল (আয়ারল্যান্ড সিরিজ)-



এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, ম্যাথু ব্রিটস্কি, নান্দ্রে বার্গার, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, প্যাট্রিক ক্রুগার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, নাবাইয়োমজি পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে সিমেলানে, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস ও লিজাড উইলিয়ামস।


সাউথ আফ্রিকার ওয়ানডে দল (আয়ারল্যান্ড সিরিজ)-


টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, বিয়ন ফোরটান, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, আন্দিলে ফেলুকোয়াইয়ো, নাবাইয়োমজি পিটার, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা ও লিজাড উইলিয়ামস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball