promotional_ad

ভারতের বিশ্বকাপ জয়ে ঘরোয়া ক্রিকেটের অবদান দেখছেন দ্রাবিড়

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এর মধ্যে দিয়ে দীর্ঘদিনের শিরোপা খরা কাটায় ভারত। তাদের এই বৈশ্বিক শিরোপা জয়ের রহস্য এতদিন আড়ালেই ছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ৭১ দিন পর বিশ্বকাপ নিয়ে মুখ খুলেছেন রাহুল দ্রাবিড়।


বিশ্বকাপের পরই ভারতের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি। দুদিন আগেই তিনি মেন্টর হিসেবে যোগ দিয়েছেন আইপিএলের দল রাজস্থান রয়্যালসে। এবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের বিশ্বকাপ জয় নিয়ে মুখ খুলেছেন অভিজ্ঞ এই কোচ।



promotional_ad

জানিয়েছেন ভারতের ক্রিকেট এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আনাচে কানাচে থেকে অনেক ক্রিকেটার উঠে আসছেন। আগে শুধু বড় শহরগুলো থেকেই ক্রিকেটার উঠে আসছেন। এ কারণেই বদলে গেছে ভারতের ক্রিকেট।


দ্রাবিড় বলেছেন, 'এখন ভারতীয় ক্রিকেটের দিকে তাকালে দেখা যাবে, এই দেশের ক্রিকেট অনেক শক্তিশালী। তার প্রধান কারণ, দেশের প্রত্যেকটা কোনা থেকে প্রতিভা উঠে আসছে। আগে শুধু বড় শহর থেকেই ক্রিকেটার উঠত। এখন সেটা হয় না। সেই কারণেই ভারত ক্রিকেটে এতটা শক্তিশালী হয়ে উঠেছে। সেই কারণেই আমরা বিশ্বকাপ জিততে পারছি।'


কদিন পরেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত। এই সিরিজের আগে ভারতের ক্রিকেটাররা ব্যস্ত দুলীপ ট্রফিতে। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সাফল্যের পেছনে ঘরোয়া ক্রিকেটের অবদানের কথাও স্বীকার করে নিয়েছেন দ্রাবিড়।



তার ভাষয়, 'শুধু আমাদের রঞ্জি ট্রফির মান দেখুন। এখন দক্ষিণ ভারতে এমন কোনও রাজ্য নেই, যাদের সহজে হারানো যায়। ভারতের বাকি অঞ্চলেও অনেক শক্তিশালী দল রয়েছে। ফলে প্রতিযোগিতার মান আরও ভাল হয়েছে। সেই কারণেই আরও ভাল ক্রিকেটার পাচ্ছি আমরা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball