promotional_ad

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে চারে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পাকিস্তানকে ২৭৮ রানে আটকে দেয়ার পরও স্বস্তিতে ছিল না বাংলাদেশ। খুররম শেহজাদ ও মীর হামজাদের পেস তোপে গুঁড়িয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। বিনা উইকেট ১০ রান নিয়ে শুরু করা জাকির হাসান ও সাদমান ইসলাম ফিরে যান দ্রুতই। পাকিস্তানের পেসারদের সামনে দাঁড়াতে না পেরে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলদেশ।


সেখান থেকে সফরকারীদের টেনে তোলেন লিটন দাস ও মিরাজ। তাদের দুজনের ১৬৫ রানের জুটিতে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। লিটনের ১৩৮, মিরাজের ৭৭ এবং শেষ দিকে হাসান মাহমুদের ৫১ বলে ১৩ রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকে লড়াইয়ে ফেরায়। দ্বিতীয় ইনিংসে হাসান ও নাহিদ রানার আগুনে বোলিংয়ে বাবর আজমরা দাঁড়াতে না পারলে সহজ হয়ে যায় টাইগারদের সমীকরণ। শেষ পর্যন্ত সবার কল্যাণে ৬ উইকেটের জয় তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াটইওয়াশ করেছে বাংলাদেশ।



promotional_ad

এমন পারফরম্যান্সের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। পাকিস্তান সফরে যাওয়ার আগে ৪ টেস্টের দুটিতে জয় পেয়েছিল বাংলাদেশ। যার ফলে ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের আটে থাকতে হয়েছিল তারা। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে জয় পাওয়ার পর অবশ্য সেটাতে উন্নতি হয়। তবে শেষ টেস্টের জয়ে লম্বা এক লাফ দিয়েছে বাংলাদেশ।


এখন পর্যন্ত ৬ টেস্ট খেলা বাংলাদেশ বর্তমানে আছে পয়েন্ট টেবিলের চারে। ৪ ম্যাচে জয় পাওয়ায় ৩৬ পয়েন্ট হওয়ার কথা থাকলেও স্লো ওভার রেটের কারণে জরিমানা খাওয়ায় টাইগারদের পয়েন্ট এখন ৩৩। জয়ের শতকরা হিসেবে ৪৫.৮৩ ম্যাচ জিতেছে বাংলাদেশ। যার ফলে চারে উঠে এসেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বাংলাদেশের উপরে আছে কেবল ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।


যেখানে ভারত ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০ শতাংশ। এদিকে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউজিল্যান্ড। বাংলাদেশের ঠিক নিচেই আছে ইংল্যান্ড। বেন স্টোকসের দলের পয়েন্ট ৪৫ শতাংশ। এদিকে বাংলাদেশের বিপক্ষে হারে আটে নেমে গেছে পাকিস্তান। ৭ ম্যাচ খেলা শান মাসুদের দলের পয়েন্ট বর্তমানে ১৯.০৫ শতাংশ। তাদের নিচে আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ।





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball