promotional_ad

‘বিশ্ব আমাদের অন্যভাবে দেখবে, ভারত হালকাভাবে নেবে না’

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্টে সিরিজ জেতা বাংলাদেশের জন্য একেবারে নতুন কিছু নয়। রাওয়ালপিন্ডিতে নতুন ইতিহাসের আগে বাংলাদেশের সিরিজ জয় আছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। তবে প্রতিপক্ষ বিবেচনায় নিশ্চিতভাবেই আগের সবকটি টেস্ট সিরিজ জয়ের চেয়ে এগিয়ে থাকে পাকিস্তানে লেখা মহাকাব্য। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার পর সংবাদ সম্মেলনে এসে সেটারই ইঙ্গিত দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।


বাংলাদেশের অধিনায়কের কাছে ব্যক্তিগতভাবে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত এটি। শান্তর এমন ভাবনার পেছনে পাকিস্তানে গিয়ে বাবর আজমদের বিপক্ষে সিরিজ জেতার পাশাপাশি পুরো সিরিজ জুড়ে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্স। প্রথম টেস্টে পাকিস্তানের সাড়ে চারশ ছুঁইছুুঁই পুঁজির বিপরীতে দাঁড়িয়ে একশর বেশি লিড নিয়েছিল সফরকারীরা। মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা রীতিমতো শাহীন শাহ আফ্রিদি-নাসিম শাহদের বিপক্ষে ছড়ি ঘুরিয়েছেন।


সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে বল হাতে পাকিস্তানকে গুঁড়িয়ে দেয়ার কাজটা করেছিলেন মিরাজ ও সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টের গল্পটা আরও বেশি অবিশ্বাস্য, অকল্পনীয়। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন ও মিরাজের ১৬৫ রানের জুটি, পরবর্তীতে হাসান মাহমুদের সঙ্গে লিটনের ৬৯ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে। বল হাতে নেমে পেস বিপ্লব ঘটিয়েছেন হাসান মাহমুদ, নাহিদ রানারা।



promotional_ad

পুরো টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে বলার মতো লড়াই ই করতে পারেনি পাকিস্তান। এমন ধারাবাহিকভাবে পারফরম্যান্সে পাকিস্তানের মতো দলের সঙ্গে সিরিজ জেতা নাজমুল আবেদিন ফাহিমের কাছে তাই বিশেষ। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে প্রায়শই সিরিজ জিতলেও পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজ জয়কে তিনি রাখতে চান সবার ‍উপরে। বাবরদের হোয়াইটওয়াশ করায় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে এখন অন্যভাবে দেখা হবে বলে মনে করেন বিসিবির এই পরিচালক। সেই সঙ্গে বাংলাদেশ নিজেদের সামর্থ্য দেখাতে পারায় তৃপ্ত তিনি।


মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল আবেদিন বলেন, ‘যেহেতু এটা টেস্ট ম্যাচ সেজন্য এটা বিশেষ। এটা ওয়ানডে বা টি-টোয়েন্টি সংস্করণে হলে হয়ত অন্যভাবে চিন্তা করা যেতো, বলো যেতো। কিন্তু টেস্ট ম্যাচে এরকম ধারাবাহিকতা দেখানো, উপর-নিচে এসে জয়ের সময় যে জিনিসটা প্রয়োজন সেটাতে ফিরে আসা, করা। এটার জন্য একটা কোয়ালিটির প্রয়োজন আছে, কোয়ালিটি ছাড়া টেস্টে ক্রিকেটে এভাবে পারফর্ম করা যায় না ধারাবাহিকভাবে। যে জিনিসটা বুঝলাম আমাদের সামর্থ্যের যে ব্যাপারটা সেটা আছে সবসময় হয়ত আমরা সামনে নিয়ে আসতে পারি না।


‘সত্যি বলতে সেটাকে আমরা দেখতেই পাই না বেশিরভাগ সময়। এটা বিশাল তৃপ্তির ব্যাপার আমরা সক্ষম এটা বুঝতে পারা, অনুভব করা। আমি জানি না সামনে আমাদের কি হবে টেস্ট ক্রিকেট, এরপরে যখন খেলতে যাব ভারতে বা অন্যান্য জায়গায়। কিন্তু আমার মনে হয় আমরা যে খেলতে পারি সেটা এবার প্রমাণিত হয়েছে। দারুণ তৃপ্তির ব্যাপার। বিশ্ব ক্রিকেটে আমাদেরকে বোধহয় আজ থেকে একটু অন্যভাবে সবাই দেখবে। আমরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মতো দলের বিপক্ষে দুই টেস্টের সিরিজ জিতেছি এভাবে, এটা আমাদের ইমেজ বৃদ্ধিতে দারুণভাবে ভূমিকা রাখবে আন্তর্জাতিকভাবে।’


পাকিস্তান সফর শেষে ৪ আগষ্ট দেশে ফিরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। দেশে ফেরার পর অবশ্য খুব বেশি দিনের ছুটি পাচ্ছেন না শান্তরা। কারণ ১৯ সেপ্টেম্বর ভারতের মাটিতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাদা পোশাকের ক্রিকেটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এমন জয় পাওয়ায় ভারত বাংলাদেশকে হালকাভাবে নেবে না বলে ধারণা নাজমুল আবেদিনের। সেই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানের মানুষের ধারণা ভুল প্রমাণ করেছেন বলে জানিয়েছেন তিনি।




বিসিবির এই পরিচালক বলেন, ‘এটা টেস্ট ক্রিকেট। আমার মনে হয় এটা আমি যদি অন্যভাবে উত্তর দিই আমরা যে ক্রিকেটটা খেলি, সেটা খেলে আমরা পৃথিবীতে যে জায়গাটায় আমাদের অবস্থানকে নিয়ে গেছি, আমাদেরকে যেভাবে সম্মান করা হয় বা সমীহ করা হয় সেটার যে মাপ ছিল এতদিন আমার মনে হয় এই সিরিজ জেতার কারণে সেটা আরও একটু উপরে উঠে গেছে। আমাদের আগের পারফরম্যান্সগুলো কিন্তু সেই জায়গায় নিতে পারেনি।’


‘আজকের এই পারফরম্যান্স অবশ্যই আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে কিন্তু। আজকে যদি পাকিস্তানে গিয়ে একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করি তারা কিন্তু ভুল স্বীকার করতে বাধ্য হবে বাংলাদেশকে আমরা যেমন ভেবেছিলাম বাংলাদেশ তেমন না। আমি নিশ্চিত ভারতেও আলাপ আলোচনা শুরু হয়েছে আমরা ভারতে যাচ্ছি। আমাদেরকে আর হালকাভাবে নেয়ার সুযোগ নেই, নিশ্চয় এটা আলাপ হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball