বাংলাদেশ 'এ' দলের সিরিজের সূচি প্রকাশ শ্রীলঙ্কার

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। অবশ্য ঘরের মাঠে খেলার হতাশা ভুলে বিশ্বকাপের জন্য প্রস্তুতির সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী 'এ' দলের মোড়কে জাতীয় দলের ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। সফরটি বেশ আগে নিশ্চিত হলেও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়নি তখন। সোমবার বাংলাদেশ 'এ' দলের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আসন্ন এই সফরে ২টি ৫০ ওভারের ম্যাচ ও ৫টি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর। প্রথম ম্যাচটি পেনাগোডার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় ম্যাচটি হবে কলোম্বোর থ্রুস্টানে।
টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে কলম্বোতেই। ১২ ও ১৩ সেপ্টেম্বর হওয়া প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভালে। আর ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বরে হওয়া তৃতীয় ম্যাচটি রাখা হয়েছে থ্রুস্টানে।
১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ সেপ্টেম্বর সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ নারী 'এ' দল।