আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াডে নেই রশিদ খান

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ খেলতে নামবে আফগানিস্তান। আসন্ন এই সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই সিরিজের দলে নেই তারকা স্পিনার রশিদ খান।
মূলত ফিটনেসের কারণে একমাত্র টেস্ট থেকে বাদ পড়েছেন তিনি। এটি আফগানিস্তানের হোম সিরিজ হলেও ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের গ্রেটার নায়দাতে। আগামী ৯-১৩ সেপ্টেম্বর চলবে একমাত্র এই টেস্ট ম্যাচটি। ঐতিহাসিক এই টেস্ট ম্যাচ খেলতে ২৮ আগস্ট ভারতে পা রাখবে আফগানিস্তান দল।

সেখানেই হবে এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প। আফগান দলের প্রধান নির্বাচক আহমাদ শাহ সুলাইমানখেল জানিয়েছেন প্রস্তুতি ক্যাম্পে ক্রিকেটারদের যাচাই করে সিরিজ শুরুর আগে স্কোয়াডের ক্রিকেটারের সংখ্যা ১৫ জনে নামিয়ে আনা হবে।
এসিবির প্রকাশিত বিবৃতিতে তিনি বলেছেন, 'প্রস্তুতি ক্যাম্পের জন্য ২০ জনকে বেঁছে নেয়া হয়েছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার জন্য সেখান থেকেই ১৫ জনকে বেঁছে নেয়া হবে তাদের পারফরম্যান্স এবং ফিটনেস পর্যালোচনা করে।'
অবশ্য রশিদ খানের না থাকার বিষয়ে বিস্তারিত জানায়নি এসিবি। এই আফগান ক্রিকেটার সর্বশেষ দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ট্রেন্ট রকেটসের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। এর ফলে শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি।
আফগানিস্তান প্রাথমিক স্কোয়াড-
হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহীম জাদরান, রিয়াজ হাসান, আব্দুল মালিক, রহমত শাহ, বাহির শাহ, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), শাহিদুল্লাহ কামাল, গুলবাদিন নাইব, আফসার জাজাই (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, জিয়াউররহমান আকবর, শামসুর রহমান, কাইস আহমেদ, জহির খান, নিজাত মাসুদ, ফরিদ আহমেদ, নাভিদ জাদরান, খলিল আহমেদ ও ইয়ামা আরাব।