ওয়াকারের সঙ্গে মেন্টরের দায়িত্বে মালিক-মিসবাহ-সরফরাজ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত এক মাস আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন ওয়াকার ইউনিস। তাকেই এবার ঘরোয়া ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।


ওয়াকারের সঙ্গে মিসবাহ উল হক, শোয়েব মালিক, সাকলাইন মুশতাক ও সরফরাজ আহমেদকে মেন্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পাঁচটি দলের সঙ্গে। তাদের প্রথম অ্যাসাইনমেন্ট হবে চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ দিয়ে। আগামী ১২ সেপ্টেম্বর ফয়সালাবাদে শুরু হবে টুর্নামেন্টটি।


promotional_ad

এই মেন্টরদের মধ্যে একমাত্র খেলা চালিয়ে যাচ্ছেন সরফরাজ আহমেদ। তিনি মেন্টরের দায়িত্ব পালন করলেও দায়িত্ব চালিয়ে যেতে পারবেন বলে জানানো হয়েছে পিসিবির পক্ষ থেকে। এরই মধ্যে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই পাঁচ মেন্টরকে স্বাগত জানিয়েছেন।


মাত্র তিন সপ্তাহ আগেই পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ইউনিস। ক্রিকেট সম্পর্কিত বিষয়গুলোতে পরামর্শদাতা হিসেবে তার নিয়োগের মেয়াদ ছিল ১৯ আগস্ট পর্যন্ত। ধারণা করা হচ্ছিল স্থায়ী উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হবে তাকে।


যদিও সেই মেয়াদ বাড়ার আগেই নতুন পদের দায়িত্ব দেয়া হলো তাকে। পিসিবির একটি সূত্র অবশ্য জানিয়েছে, বোর্ডটি ক্রিকেট বিষয়ক পরামর্শকের পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে। শীঘ্রই আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball