বন্যার্তদের পাশে থাকার প্রতিশ্রুতি বিসিবির

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
কয়েক দিনের ভারী বৃষ্টির সঙ্গে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলাতে। মহুয়া, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন এলাকা দিয়ে পানি প্রবেশ করছে এসব জেলায়।
এমন বন্যা পরিস্থিতির বেশিরভাগ উপজেলায় পানিবন্দী হয়ে আছেন লাখ লাখ মানুষ। উদ্ধার অভিযান চালাতে শুরু থেকেই কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা। সরকারী এসব প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করছেন নিজেদের মতো করে।

উদ্ধার অভিযানের পাশাপাশি গণত্রাণ সংগ্রহ করে বিশুদ্ধ পানি, চিড়া, মুড়িসহ বিভিন্ন শুকনো খাবারের ব্যবস্থা করছেন স্বেচ্ছাসেবকরা। অন্যান্যদের মতো দেশের ক্রান্তিকালে বন্যায় আটকে পড়া মানুষদের সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের চিন্তা ও সমবেদনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কঠিন সময়ে আমাদের দেশের জনগণকে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ত্রাণ ও সহায়তা প্রদানে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি এবং আমাদের দেশ পুনরুদ্ধার ও পুনর্নির্মাণে যেকোনোভাবে সহায়তা করতে প্রস্তুত রয়েছি।’
তিনি আরও যোগ করেন, ‘বিসিবি এই চ্যালেঞ্জিং সময়ে দেশকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রচেষ্টা সমন্বয় করতে থাকবে। আমরা সবাইকে এই প্রচেষ্টায় একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি।’