ধনঞ্জয়া-রত্নায়েকের ব্যাটে দুইশ পার শ্রীলঙ্কার

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরবোর্ডে ৬ রান তুলতেই তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। শুরুর এই ধাক্কা সামলে শ্রীলঙ্কা যখন সামনে এগিয়ে যাচ্ছিল, তখন আবার উইকেটের মিছিল। দলীয় ১১৩ রান তুলতে দলটি হারায় সাত উইকেট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে এরপর অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা আর অভিষিক্ত মিলান রত্নায়েকের ব্যাটে চড়ে দুইশ রান পার করে সফরকারীরা।
এই দুজনের হাফ সেঞ্চুরিতে ভর করে শেষ তিন উইকেটে আরও একশ'র বেশি রান তুলে শ্রীলঙ্কা। দলটি থামে ২৩৬ রানে। এরপর বিনা উইকেটে ২২ রান করে দিন শেষ করেছে ইংল্যান্ড। স্বাগতিকরা পিছিয়ে আছে ২১৪ রানে।

তিন টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং বেছে নেন নতুন অধিনায়ক ধনঞ্জয়া। তবে ৭ ওভারের মধ্যে ৩ ব্যাটার আউট হয়ে যান। দিমুথ করুনারত্নে ২, নিশান মাদুশকা ৪ এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস শূন্য রানে ফিরে যান।
এরপর কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল গড়েন ৩৪ রানের জুটি। মার্ক উড মেন্ডিসকে তুলে জুটি ভেঙে দিলে আবার একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দলটিকে শুরুতে বিপদে ফেলেছিলেন ক্রিস ওকস।
পরে শোয়েব বশির, গাস অ্যাটকিনসনদের দারুণ বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। ১১৩ রানে সাত উইকেট হারানোর পর ধনঞ্জয়ার সঙ্গে জুটি গড়েন রত্নায়েকে। অধিনায়ক একপ্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কার রান দেড়শ ছাড়িয়ে নেন।
এরপর বশিরের বলে ক্যাচ দিয়ে ধনঞ্জয়া ফিরে যান দলীয় ১৭৬ রানে। ৮৪ বলে ৭৪ রান করেন তিনি, ইনিংসে ছিল আটটি চারের মার। অধিনায়কের বিদায়ের পর সফরকারীদের রান দুইশ'র ওপারে নিয়ে যান রত্নায়েকে।
নবম ব্যাটার হিসেবে ফেরার আগে ১৩৫ বলে ৭২ রান করে যান তিনি। ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছয়ের মার। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ওকস এবং বশির। দুটি উইকেট নেন অ্যাটকিনসন।