promotional_ad

তামিম আরও ২-৩ বছর খেলবেন, আশাবাদী বিসিবি সভাপতি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়ে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ফারুক আহমেদ। এদিন তিনি তামিম ইকবালের ফেরা নিয়ে কথা বলেছেন। তার চাওয়া আরও ২-৩ বছর ক্রিকেট খেলুক তামিম। 


গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তামিম। টেস্ট খেলেছেন তারও আগে গত বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন এই ওপেনার।


গত সোমবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া এসেছিলেন শের ই বাংলা স্টেডিয়াম পরিদর্শনে। তার সঙ্গে দেখা করতে এসেছিলেন তামিমও। এরপর থেকেই তামিমের ফেরা নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা তৈরি হয়। এবার ফারুকের বক্তব্যে তামিমের ফেরার পালে নতুন হাওয়া যোগ করেছে।



promotional_ad

এ প্রসঙ্গে নবনিযুক্ত সভাপতি বলেছেন, ‘ওর খেলতে হলে কী করতে হবে, সেটা বোর্ডের সংশ্লিষ্ট বিভাগগুলো দেখবে। আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরও দুই–তিন বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরও দুই বছর ক্রিকেট খেলুক।’


তিনি বিশ্বাস করেন ওয়ানডে ক্রিকেটেই তামিম সবচেয়ে বেশি মানানসই। দীর্ঘ ফরম্যাট অর্থাৎ টেস্ট ক্রিকেটের চাপ তামিম নিতে পারবেন কিনা সেই ব্যাপারে জানা নেই ফারুকের। তবে তিনি আশাবাদী তামিম দ্রুতই ক্রিকেটে ফিরবেন। এই ব্যাপারে সিদ্ধান্ত এই ওপেনারের ওপরই ছেড়ে দিয়েছেন ফারুক।


এই ওপেনারকে নিয়ে বিসিবির নতুন সভাপতি বলেছেন, ‘আমার মনে হয়, ৫০ ওভারই ওর জন্য ভালো। দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার চাপ এখন সে নিতে পারবে কি না, আমি জানি না। সেটা তামিমই ভালো বলতে পারবে।' এরপর তিনি যোগ করেন, ‘তামিম কী চিন্তা করছে, সেটা গুরুত্বপূর্ণ। আগে তার সাথে কথা বলা দরকার।’


তামিম খেলোয়াড়ি জীবন শেষে বিসিবিতে কাজ করতে চাইলে সেখানেও কাজ করার সুযোগ করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন ফারুক। একজন সাবেক অধিনায়ক হিসেবে তিনি যদি বিসিবির কাজে সম্পৃক্ত হতে চান তবে তাকে স্বাগত জানানো হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন তিনি।



ফারুক বলেন, ‘সে আমাদের একজন সাবেক অধিনায়ক, তার মানে তার মধ্যে নেতৃত্বগুণ আছে। খেলতে না পারলে ও যদি বোর্ডে সম্পৃক্ত হতে চায়, আমি খুবই খুশি হব। তাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার ধারণা ও অনেক ভালো কিছু করতে পারবে। ওর সঙ্গে কথা বলে দেখি ওর পরিকল্পনাটা কী।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball