বিসিবির নতুন সভাপতি ফারুক, পরিচালকের পদে ফাহিম

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নাজমুল হাসান পাপন যুগের অবসান হলো। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নাজমুল হাসান পদত্যাগ করেছেন। নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। পরিচালনা পর্ষদের নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
মূলত সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হওয়ার কারণে বর্তমান প্রেক্ষাপটে বিসিবির হয়ে দায়িত্ব পালন রীতিমতো অসম্ভব ছিল পাপনের জন্য। এর মধ্যেই আজ (বুধবার) বোর্ড সভা ডাকে বিসিবি। এই সভাতেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাপন।
সরকার পরিবর্তনের পর এটাই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। এই সভাতে অবশ্য সশরীরে আসেননি পাপন, যোগ দিয়েছেন অনলাইনে। সেখান থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

আজ নতুন বোর্ড সভাপতির নাম ঘোষণাও এসেছে। পাপন দায়িত্ব ছাড়ার পর বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ। অনুমিতভাবে তিনিই পেলেন এই গুরুদায়িত্ব।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ফারুক এই দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আগে তাকে পরিচালক হিসেবে জায়গা করে নিতে হয়েছে। ফারুক আহমেদ বর্তমান বোর্ডের পরিচালক পদে ছিলেন না। এ কারণে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে বিসিবিতে আনা হয়েছে।
আর এরপরই বিসিবির বাকি পরিচালকদের ভোটে তাকে সভাপতিত্ব দেয়া হয়েছে। একদিন আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনূস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন তিনি।
জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালকদের মধ্যে আরেকজন ছিলেন সাজ্জাদুল আলম ববি। পরিচালনা পর্ষদ থেকে তাকে অবসর নেয়ার কথা বলা হলেও তিনি ইস্তফা দিতে অস্বীকৃতি জানান। যার কারণে এই পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়, আর এই জায়গায় নতুন করে জায়গা নেন ফাহিম।
২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নেন পাপন। ২০১৩ সালের অক্টোবরে নির্বাচিত সভাপতি হন তিনি। এরপর তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল পাপনের পরিচালনা পর্ষদের মেয়াদ। কিন্তু আকস্মিক দেশের রাজনৈতিক পটপরিবর্তনে হওয়ায় আগেভাগেই তাকে সরে যেতে হলো।