promotional_ad

নিউইয়র্ক ও ত্রিনিদাদের উইকেটকে ‘অসন্তোষজনক’ বলছে আইসিসি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট নিয়ে শুরু থেকেই সমালোচনা ছিল। বিশেষ করে নিউইয়র্কের উইকেটকে নিয়েই বেশি সমালোচনা চলতে থাকে। এছাড়া বিশ্বকাপের আরেকটি আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়েও সমালোচনা চলছিল। এই দুটো উইকেটকে ‘অসন্তোষজনক’ বলেছে আইসিসি।


উইকেটের মান অনুযায়ী আইসিসি এই রেটিংগুলো দিয়ে থাকে। সবচেয়ে ভালো মানের পিচকে দেয়া হয় ‘ভেরি গুড’ রেটিং। এ ছাড়া খেলার অনুপযোগী উইকেটের ক্ষেত্রে দেয়া হয় ‘আনফিট’ রেটিং।



promotional_ad

বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় তিন মাস পর সব পিচের রেটিং দিয়েছে আইসিসি। ফাইনাল ম্যাচের পিচ বার্বাডোজের কিংসটন ওভালকে ‘ভেরি গুড’ রেটিং দেওয়া হয়েছে। কিন্তু অসম বাউন্সিংয়ের কারণে নিউইয়র্কের উইকেটটিকে দেয়া হলো ‘আনফিট’ রেটিং।


নিউইয়র্কের উইকেটের কঠোর সমালোচনা হয় যখন সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। তারপর ভারতের বিপক্ষে খেলতে গিয়ে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।


এই উইকেটে পাকিস্তানের বিপক্ষে ১১৯ রান করেও জিতে যায় ভারত। আইসিসি জানায়, উইকেটটি যেহেতু স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে, যে কারণেই কিছু ঘাটতি রয়ে গেছে।



এ ছাড়া ত্রিনিদাদের উইকেটে সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান। ম্যাচের উইকেট নিয়ে সেদিন হতাশা প্রকাশ করতে দেখা যায় আফগান কোচ জোনাথন ট্রটকে। এই উইকেটগুলো ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি উইকেটগুলোকে ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball