নভেম্বরের পর আইসিসির চেয়ারম্যান থাকছেন না বার্কলে

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বর্তমান মেয়াদ শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াবেন গ্রেগ বার্কলে। পরবর্তী মেয়াদে তিনি এই দায়িত্ব নিতে ইচ্ছুক নন। এমনটাই জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার ছিল আইসিসির ভার্চুয়াল বোর্ড সভা। এই সভার পরই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এমনটিটি। চলতি বছরই শেষ হতে যাচ্ছে বার্কলের বর্তমান মেয়াদ। নভেম্বর পর্যন্ত আইসিসির চেয়ারম্যান পদে দেখা যাবে তাকে।

আইসিসির বর্তমান পরিচালকদের আগামী ২৭ আগস্টের মধ্যে পরবর্তী চেয়ারম্যান হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে যদি কেবল একজন পার্থীই থাকেন তাহলে নির্বাচন ছাড়াই নির্বাচিত হবেন তিনি।
আর যদি একাধিক প্রার্থী থাকে, তাহলে পহেলা ডিসেম্বর নতুন চেয়ারম্যানের মেয়াদ শুরু হওয়ার আগে একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেটের সাবেক প্রধান বার্কলে
পেশায় একজন আইনজীবী।
২০২০ সালের নভেম্বরে আইসিসির স্বাধীন চেয়ারম্যান হওয়ায় তাকে সেই পদ ছাড়তে হয়েছিল। এরপর ২০২২ সালের নভেম্বরে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দ্বিতীয় দফায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন বার্কলে।