promotional_ad

টানা দু’বার বিগব্যাশ থেকে নাম সরিয়ে নিলেন রশিদ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিগব্যাশ লিগের (বিবিএল) আগামী আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রশিদ খান। এ নিয়ে টানা দু’বছর অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট প্রতিযোগিতা থেকে নাম সরিয়ে নিয়েছেন আফগানিস্তানের এই অলরাউন্ডার।


আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বিগব্যাশ। এরই মাঝে এবারের আসরে অংশগ্রহণে আগ্রহী বিদেশি ক্রিকেটারদের নামের প্রথম তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে নেই বিবিএলের অন্যতম সফল ক্রিকেটার রশিদের নাম।



promotional_ad

অস্ট্রেলিয়ার গণমাধ্যমের খবর, ক্রিকেটীয় ব্যস্ততার কথা জানিয়ে এ বার বিবিএলে খেলছেন না আফগান অধিনায়ক। যদিও রশিদের কথায় আপত্তি নেই বিবিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর। রশিদ আগামী বছর খেলবেন বলে আশাবাদী তারা।


বিবিএলের এক কর্তা গণমাধ্যমকে বলেছেন, 'রশিদকে নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। আগামী গ্রীষ্মে আমরা ওকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকব।'


এর আগে গত মৌসুমে ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতির প্রতিবাদ করে বিবিএল না খেলার কথা জানিয়েছিলেন রশিদ। তালিবান শাসিত আফগানিস্তানে নারী স্বাধীনতা এবং মানবাধিকার নেই- এ কারণে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ় খেলে না অস্ট্রেলিয়া।



অজিদের মতের সঙ্গে বিরোধিতা করে রশিদ তখন বিবিএল না খেলার কথা জানান। এ বার কেবলই ক্রিকেটীয় ব্যস্ততার কথা বলেছেন তিনি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রশিদ ছিলেন বিবিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত এই লিগে ৬৮টি ম্যাচ খেলে তিনি নেন ৯৮টি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball