ভারতের সঙ্গে ১০ বছরের হিসাব মেটাতে চান লায়ন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে দশ বছরের পুরোনো হিসাব মেটানোর অপেক্ষায় আছেন নাথান লায়ন। গত দশ বছরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি অজিরা। সেই হিসেবটাই মেলাতে চান অস্ট্রেলিয়ার এই স্পিনার।
চলতি বছরের শেষে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মুখোমুখি হবে অজিরা। এই দুই দলের সর্বশেষ চারটি দ্বিপক্ষীয় সিরিজেই জিতেছে ভারত। গত দশ বছরে ঘরের মাটিতেও জিততে পারেনি অস্ট্রেলিয়া।

অজিদের শেষ জয়টি ২০১৪-১৫ মৌসুমে। ফলে বর্তমান অস্ট্রেলিয়া দলের বেশীরভাগ ক্রিকেটারেরই ভারতের বিপক্ষে সিরিজ জয়ের কোনো স্মৃতি নেই। সর্বশেষ ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলে ভারত। ঐতিহাসিক সেই সিরিজেও জয় পায় ভারত।
অপূর্ণতার কথা জানাতে গিয়ে লায়ন বলেন, ‘১০ বছরের অপূর্ণ এক হিসাব আসলে। অনেক দিন হয়ে গেছে। আর আমি জানি, এবার বিশেষ করে ঘরের মাঠে এটি বদলাতে আমরা বেশ ক্ষুধার্ত।’
এর মধ্যে অবশ্য অস্ট্রেলিয়া গত বছর ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়েছে। যদিও দ্বিপক্ষীয় সিরিজে অজিদের জিততে না পারার ক্ষতটা এখনও অক্ষত। যদিও ভারতের বিপক্ষে সিরিজ জেতাটা সহজ হবে না বলে মনে করেন তিনি।
লায়ন আরও বলেন, ‘ভুল বুঝবেন না, ভারত সত্যিকারের তারকাঠাসা দল, খুবই কঠিন। তবে এবার ফলটা বদলাতে আমি অনেক ক্ষুধার্ত। এবার যাতে ট্রফিটা ফিরে পাই।’