promotional_ad

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ভেন্যু পরিবর্তন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। আর ৩০ আগস্ট থেকে শুরু দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করাচিতে। কদিন আগেই ম্যাচটি দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।


যদিও সিরিজ শুরুর মাত্র দুদিন আগে জানানো হয়েছে করাচি থেকে সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে। ফলে এই ম্যাচ মাঠে বসেই দেখার সুযোগ পাচ্ছেন পাকিস্তানের দর্শকরা। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।



promotional_ad

এই টুর্নামেন্টকে সামনে রেখে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চলছে উন্নয়নকাজ। এ কারণেই মূলত দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


এরই মধ্যে পিসিবি বাংলাদেশ সিরিজের টিকিট বিক্রি শুরু করার ঘোষণা দিয়েছে। ১৯ আগস্ট থেকে অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে এই সিরিজের টিকিট। এই বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে পাকিস্তানের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।


বাংলাদেশ 'এ' দলও পাকিস্তান সফরে রয়েছে। তারা পাকিস্তান শাহীন্সের বিপক্ষে সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি ড্র করেছে। ২০ আগস্ট থেকে সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে। এই সিরিজের সূচিতে আর কোনো পরিবর্তন আসেনি। সিরিজটি যথারীতি ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। 



এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে দুই দলের। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ আগস্ট। এই সিরিজে খেলছেন বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন তারকাও। চারদিনের ম্যাচের সিরিজে খেলছেন পেসার তাসকিন আহমেদও। তিনি বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ 'এ' দলের চারদিনের ম্যাচের সিরিজ শেষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball